পাইরেসি নিয়ে গুগল-মাইক্রোসফট সম্মতি
প্রযুক্তি ডেস্ক,
Published: 20 Feb 2017 04:37 PM BdST Updated: 20 Feb 2017 04:37 PM BdST
-
ছবি- রয়টার্স
পাইরেটেড কনটেন্ট রাখা হয় এমন ওয়েবসাইটগুলোর জন্য এখন শীর্ষস্থানীয় দুই সার্চ ইঞ্জিন গুগল সার্চ আর মাইক্রোসফট-এর বিংয়ের সার্চ রেজাল্টগুলোর প্রথমদিকের পেইজগুলোতে জায়গা করে নেওয়া কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। ব্রিটেনে এ ধরনের ওয়েবসাইটগুলোকে পিছিয়ে দিয়ে নতুন এক কোড অফ কনডাক্ট-এ সম্মতি হয়েছে মার্কিন দুই প্রযুক্তি জায়ান্ট।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর বরাতে আইএএনএস জানায়, ব্রিটেনের ইনটেলেকচুয়াল প্রপার্টি অফিস (আইপিও) অবৈধ ওয়েবসাইটগুলোতে ট্রাফিক নিয়ে যাওয়া বন্ধের লক্ষ্যে এই নীতিমালা বানিয়েছে।
এই নীতিমালা অনুযায়ী, গুগল আর বিং-কে অবশ্যই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন সাইটগুলোকে পিছিয়ে দিতে হবে যাতে সেগুলো সাধারণ সার্চের ক্ষেত্রে প্রথম পেইজগুলোতে দেখা না যায়।
সামনের কয়েক মাস ধরে এই নীতিমালা নিয়ে কপিরাইট নিয়ন্ত্রকরা গুগল আর বিং কীভাবে পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করবে। এর মূল্যায়নের উপর ভিত্তি করে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
এই পদক্ষেপ টিভি, ফিল্ম আর সঙ্গীত খাতকে কতটা সহায়তা করবে তা এখনও স্পষ্ট নয়। তবে, গুগল অনেক দিন ধরেই দাবি করে আসছে যে সার্চ ইঞ্জিনগুলো পাইরেসিবান্ধব সাইটগুলোতে ট্রাফিক পাঠানোর প্রধান উৎস নয়।
এ দিকে চলতি বছরের শুরুতে গুগল সার্চের শুরুর দিকে গুগলের পণ্যই প্রদর্শন করা হয়, এমন অভিযোগ উঠলে ওয়েব জায়ান্টটির এক মুখপাত্র বলেন, “প্রতিষ্ঠানটির প্রচারণা নীতি সচেতনভাবে এবং সতর্কভাবে তৈরি করা।” তিনি আরও বলেন, “যখন অন্যান্য বিজ্ঞাপনদাতার মূল্য পরিশোধ নিশ্চিত হয়, তখন আমাদের সব প্রস্তাবিত মূল্য (গুগলে নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্য স্থান ও মূল্য নির্ধারণ) নিলাম থেকে আলাদা রাখা হয়। আমাদের অনেক কঠোর নীতি এবং প্রক্রিয়া আছে। নিজেদের পণ্যের বিজ্ঞাপন চালনার ক্ষেত্রে আমাদের নিয়মগুলো ভোক্তাদের জন্য প্রযোজ্য নিয়মের চেয়েও কঠোর।”
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের