উইকিপিডিয়ায় ‘নিষিদ্ধ’ ডেইলি মেইল

অনেক বেশি ‘অনির্ভরযোগ্য’ হওয়ার কারণে সূত্রের জন্য ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল-এর আর কোনো লিংক গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উইকিপিডিয়া সম্পাদকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2017, 01:42 PM
Updated : 9 Feb 2017, 01:42 PM

এক বিবৃতিতে উইকিপিডিয়া’র পক্ষ থেকে বলা হয়, “ভোটে ডেইলি মেইল-এর বাজে ফ্যাক্ট চেকিং, রং চড়ানো ও পুরো বিকৃত সংবাদের কারণেই এমন সিদ্ধান্ত এসেছে।”

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানায়, এই নিষেধাজ্ঞার পক্ষে থাকা একজন বলেন, “এটি শুধুই পল ডেকরে’র মুখপাত্র আর আমি দেখামাত্র এটি সরিয়ে দেই।” পল ডেকরে, ওই দৈনিকটির সম্পাদক। অন্যরা এই পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অবস্থানও নেন।  

সম্পাদকদের দেওয়া বিবৃতিতে বলা হয়, “যদি এমন কোনো বিষয় থাকে যেখানে এটি নির্ভরযোগ্য সূত্র হতে পারে, তবে ভালো সূত্রগুলো (কোনো অসুবিধা ছাড়া) থাকা ও ব্যবহার করা উচিৎ।”

বর্তমানে উইকিপিডিয়ায় থাকা যেসব সূত্র ডেইলি মেইল-এর প্রতিবেদন-এর উপর নির্ভর করে সেগুলো চিরুনি তল্লাশি চালিয়ে বের করতে ও “যথাযথভাবে” পরিবর্তন করতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সম্পাদকরা।