ইউক্রেইন যুদ্ধের ভুক্তভোগীদের সহযোগিতায় তহবিল সংগ্রহের জন্য এনএফটি বিক্রয়কেই কার্যকর কৌশল হিসেবে দেখছে ডেটারেইলস।
এক বিবৃতিতে উইকিপিডিয়া’রপক্ষ থেকে বলা হয়, “ভোটে ডেইলি মেইল-এর বাজে ফ্যাক্ট চেকিং, রং চড়ানো ও পুরো বিকৃতসংবাদের কারণেই এমন সিদ্ধান্ত এসেছে।”
ব্রিটিশ দৈনিকইন্ডিপেনডেন্ট জানায়, এই নিষেধাজ্ঞার পক্ষে থাকা একজন বলেন, “এটি শুধুই পল ডেকরে’রমুখপাত্র আর আমি দেখামাত্র এটি সরিয়ে দেই।” পল ডেকরে, ওই দৈনিকটির সম্পাদক। অন্যরাএই পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অবস্থানও নেন।
সম্পাদকদেরদেওয়া বিবৃতিতে বলা হয়, “যদি এমন কোনো বিষয় থাকে যেখানে এটি নির্ভরযোগ্য সূত্র হতেপারে, তবে ভালো সূত্রগুলো (কোনো অসুবিধা ছাড়া) থাকা ও ব্যবহার করা উচিৎ।”
বর্তমানে উইকিপিডিয়ায়থাকা যেসব সূত্র ডেইলি মেইল-এর প্রতিবেদন-এর উপর নির্ভর করে সেগুলো চিরুনি তল্লাশিচালিয়ে বের করতে ও “যথাযথভাবে” পরিবর্তন করতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেনসম্পাদকরা।