টিভি দেখার ডেটা নিয়ে জরিমানায় নির্মাতা
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2017 07:24 PM BdST Updated: 07 Feb 2017 07:24 PM BdST
-
ছবি- ভিজিও
বেআইনিভাবে গ্রাহকদের টিভি দেখার বিষয়ে ডেটা সংগ্রহের বিষয়ে আনা অভিযোগের প্রেক্ষিতে ২২ লাখ ডলার পরিশোধে রাজি হয়েছে টেলিভিশন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ভিজিও।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন জানায়, এই প্রতিষ্ঠানের স্মার্ট টিভি প্রযুক্তি গ্রাহকরা স্ক্রিনের কী দেখছে তা নিয়ে ডেটা সংগ্রহ করত আর ওই ডেটা প্রতিষ্ঠানের সার্ভারে পাঠিয়ে দিত। এই ডেটা পরে তৃতীয় পক্ষে কাছে বেচে দেওয়া হত বলে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাঠানো ডেটা কোনো ব্যক্তির সঙ্গে মেলানো যেত না। তাদের পক্ষ থেকে বলা হয়, “প্রতিষ্ঠানটি কখনও টিভি দেখার ডেটার সঙ্গে কোনো ব্যক্তির নাম বা যোগাযোগ তথ্যের মতো ব্যক্তি শনাক্তকারী তথ্য দেয়নি। আর কমিশন কোনো অভিযোগ করেনি বা তর্কও করেনি”।
এফটিসি জানায়, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এই ডেটা সংগ্রহ করা শুরু হয়। এর ফলে ১১ কোটি টেলিভিশন ক্ষতিগ্রস্থ হয়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, “ভিজিও স্মার্ট টিভি রয়েছে এমন প্রতিটি বাসা থেকে ভিজিও আলাদা আলাদা ডেটা সংগ্রহ করে।” এই ডেটার সঙ্গে ওই বাড়িগুলোর আইপি অ্যাড্রেস, আশপাশের অ্যাকসেস পয়েন্ট, জিপ কোড ও অন্যান্য তথ্যও সংগ্রহ করে।”
হয়ে যাওয়া মীমাংসা অনুযায়ী ভিজিও কীভাবে তাদের গ্রাহকদের ডেটা সংগ্রহ করেছে ও সংরক্ষণ করেছে তা স্পষ্ট করতে রাজি হয়েছে।
২০১৫ সালে স্যামসাংয়ের স্মার্ট টিভি থেকে ব্যবহারকারীদের অজান্তেই স্পর্শকাতর ভয়েস ডেটা হস্তান্তর করার খবর বের হয়েছিল।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?