হ্যাকিংয়ের কবলে অস্ট্রেলীয় পার্লামেন্ট সাইট

হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে অস্ট্রেলীয় পার্লামেন্টের ওয়েবসাইট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 01:21 PM
Updated : 7 Feb 2017, 01:21 PM

রয়টার্স জানিয়েছে, রোববার ডিজিটাল সেবা অনুরোধের বন্যায় ভাসিয়ে দেওয়া হয় এই সাইটের সার্ভার, ২০ মিনিটের জন্য অচল হয়ে পড়ে সাইটটি। 

এতে কোনো ডেটা হারায়নি ও কর্তৃপক্ষ এই আক্রমণ নিয়ে তদন্ত চালাচ্ছে, এক বিবৃতিতে দেশটির পার্লামেন্টের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। এতে বলা হয়, “হ্যাকারদের এই আক্রমণ খুব সম্ভবত একটি তথাকথিত ডিডিওএস আক্রমণ ছিল; গত নভেম্বরে ফরেইন অ্যাফায়ার্স অ্যান্ড ডিফেন্স মিনিস্টারস-এর ওয়েবসাইট লক্ষ্য করেও এমন একটি আক্রমণ চালানো হয়েছিল।” ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস ধরনের সাইবার হামলায় ট্রোজান ভাইরাস ব্যবহার করে বা অন্য কোনো উপায়ে কোনো সিস্টেমকে লক্ষ্য করে অসংখ্য অনেুরোধ পাঠানো হয় যার ফলে সিস্টেমটি জ্যাম হয়ে সেবা দিতে ব্যর্থ হয়।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে হ্যাকাররা ইউরোপিয়ান কমিশন-এর কম্পিউটারগুলোতেও ডিডিওএস আক্রমণ চালায়।

অস্ট্রিয়াভিত্তিক অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কর্পোরেশন ইন ইউরোপ (ওএসসিই)-ই সম্প্রতি সাইবার আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছিল।