ভারত যাচ্ছেন মাইক্রোসফট প্রধান

মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও ব্যবসায়বিষয়ক সম্মেলন ‘ফিউচার ডিকোডেড’-এ যোগদানের জন্য ভারত সফরে আসবেন। ২১-২২ ফেব্রুয়ারি মুম্বাইতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 03:01 PM
Updated : 5 Feb 2017, 03:18 PM

ভারতীয় বংশোদ্ভূত নাদেলা এই সম্মেলনে সরকার, শিক্ষা, ব্যাংক, হাসপাতাল, ই-কমার্স, বিনোদন এবং উৎপাদন প্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে আইএএনএস। 

ভারতে অবাধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও অভিজ্ঞভাবে প্রয়োগ করার বিষয়েও সম্মেলনে আলোচনা করা হবে বলে জানা গেছে।

ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এমআইফাইভ-এর সাবেক মহাপরিচালক লর্ড জোনাথন ইভান্স, টাটা মোটর্স লিমিটেড এর নির্বাহী গানটার বুশটেক আর হ্যাভেলস-এর চেয়ারম্যান ও এমডি অনিল রাই গুপ্তা সহ ব্যবসায়ী এবং সরকারি প্রায় ১৫০০ কর্মকর্তা এই প্লাটফর্মে একত্র হতে যাচ্ছেন।

বিশ্বজুড়ে ১১৩,০০০ কর্মী মাইক্রোসফটে কাজ করছেন। তার মধ্যে কেবল ভারতেই এই প্রতিষ্ঠানের প্রায় ৬,৫০০ জন কর্মী কাজ করছেন।