যুক্তরাষ্ট্রে আটক ক্রেডিট কার্ড জালিয়াত

যুক্তরাষ্ট্রে বড় ধরনের ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 12:25 PM
Updated : 31 Jan 2017, 12:25 PM

মার্কিন আইন বিভাগ-এর বরাতে বিবিসি জানায়, চার বছর ধরাছোঁয়ার বাইরে থাকার পর অবশেষে নিউ ইয়র্কের বাসিন্দা ও জালিয়াত চক্রের সদস্য হাবিব চৌধুরী যুক্তরাষ্ট্রে ধরা পড়েছেন।

এ নিয়ে এ চক্রের সঙ্গে জড়িত অভিযোগে মোট ১৯ জনকে আটক করা হল। এ চক্র ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যবসায় ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেয়।

বিবিসি জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাইবার ডিভিশন পরিচালিত এক তদন্তের সূত্র ধরে ২০১৩ সালে এ জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ চক্র  সাত হাজারেরও বেশি ভুয়া পরিচয় ব্যবহার করে লাখ লাখ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানায়। আর এ পরিচয়গুলোর ঠিকানা হিসেবে ১৮০০টিরও বেশি পোস্ট অফিস বক্স, অ্যাপার্টমেন্ট ও বাড়ি নম্বর ব্যবহার করা হয়।

এ ভুয়া ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যথাসম্ভব বেশি পরিমাণ অর্থ ধার নেওয়া বা বিভিন্ন ক্ষেত্রে খরচ করা হলেও পরবর্তীতে তা পরিশোধ করা হত না।