হোয়াইট হাউস ওয়েবসাইটে নেই বিচার বিভাগ
তাহমিন আয়শা মুর্শেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2017 06:20 PM BdST Updated: 31 Jan 2017 06:20 PM BdST
-
ছবি- রয়টার্স
হোয়াইট হাউস-এর সরকারি ওয়েবসাইট থেকে বিচার বিভাগ-কে বাদ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র রাজনীতির মূলধারার বিবরণানুসারে মার্কিন সরকার তিনটি বিভাগ নিয়ে গঠিত। যার মধ্যে রয়েছে- রাষ্ট্রপতির প্রতিনিধিত্বে পরিচালিত নির্বাহী বিভাগ, সিনেট আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের নিয়ে গঠিত আইনসভা আর তৃতীয়টি হল বিচার বিভাগ। কিন্তু সম্প্রতি হোয়াইট হাউস-এর ওয়েবসাইট থেকে বিচারবিভাগ সংক্রান্ত সব তথ্যাদি সরিয়ে নেওয়া হয়েছে, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ওয়েবসাইটের নিয়ন্ত্রণ হস্তান্তরের পর নতুনভাবে শুরুর সময় সংক্ষেপে কেবল নির্বাহী বিভাগ আর আইনসভার কথাই উল্লেখ করা হয়েছে। বিভাগ দুইটি এখন থেকে রিপাবলিকানদের দ্বারা নিয়ন্ত্রিত হবে।
সম্প্রতি ট্রাম্পের জারি করা ‘মুসলিম নিষেধাজ্ঞা’ -এর সিদ্ধান্ত হোয়াইট হাউসকে বিচার বিভাগের সঙ্গে সরাসরি দ্বন্দ্বের মুখে ঠেলে দেয়।
এখন ওই পেইজে মার্কিন সরকারের বিচার বিভাগের ভূমিকার বর্ণনায় প্রদর্শন করছে- “এই বিষয়ে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।” অথবা এমনও হতে পারে, মার্কিন সরকারের পেইজ অপরিবর্তিতই থাকছে, কেবল কোনো ‘কারণে’ সাময়িকভাবে এটি সরিয়ে নেওয়া হয়েছে বলে এমন দেখাচ্ছে।
ব্রিটিশ দৈনিকটির তথ্যমতে, এই পরিবর্তনকে হোয়াইট হাউস-এ প্রবেশের পর ট্রাম্প-এর আনা ব্যাপক পরিবর্তনের মধ্যে অন্যতম একটি হিসেবে দেখা হচ্ছে। এর আগে অভিষেকের শুরুতেই ট্রাম্প হোয়াইট হাউস-এর সরকারি এই ওয়েবসাইট থেকে জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণায়ন এবং সমকামীদের অধিকারের মতো বিষয়গুলো সরিয়ে নেন।
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি