ট্রাম্প প্রভাব, প্রযুক্তি খাতে শংকা বিশ্লেষকের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর রক্ষণশীল নীতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিএস-এর ‘ফাস্ট মানি’ অনুষ্ঠানে এমন মত দিয়েছেন মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ইলেভেন পার্টনার্স-এর সহ-প্রতিষ্ঠাতা রজার ম্যাকনামি।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 11:31 AM
Updated : 27 Jan 2017, 11:31 AM

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকারের প্রথম বার্তা দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশী বাজার ও সম্পদে প্রবেশে বাধা আসতে পারে, বিশেষ

“আমাদের সঙ্গে চীনের সম্পর্কে আমূল পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে মনে হয় না ভাল দিকে যাবে।”

বিনিয়োগকারীর জন্য সবচেয়ে ক্ষতিকর অবস্থা হচ্ছে ৭০ বছর ধরে থাকা বৈশ্বিক চুক্তিগুলো বন্ধের আশংকা। ডোনাল্ড ট্রাম্প ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি বিচ্ছিন্ন করছেন। এই চুক্তির ওপর নির্ভর করে আছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও ১১টি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক।

তিনি বলেন, “আমরা যদি টিপিপি চুক্তি হারাই মার্কিন প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “ট্রাম্প জাতীয়তাবাদ সমর্থন করেন, যা আরও বেশি হতাশার এবং যখন এটি বিশ্বায়ন প্রথা অনুসরণ করে তা অবশ্যই চাহিদার ঘাটতি তৈরি করে এবং সারা বিশ্ব থেকে কম জিডিপি সংগ্রহ করে।”