মার্কিন গ্রন্থাগারে র্যানসমওয়্যার হামলা
তাহমিন আয়শা মুর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2017 08:45 PM BdST Updated: 25 Jan 2017 08:45 PM BdST
-
ছবি- রয়টার্স
সম্প্রতি মালওয়্যারে ক্ষতিগ্রস্থ হওয়ার পর কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস শহরের গ্রন্থাগারগুলো।
এই র্যানসমওয়্যার হামলায় হামলাকারীরা ১৭টি গ্রন্থাগারের নিয়ন্ত্রণ ভেঙ্গে তা নিষ্ক্রিয় করে ফেলে এবং মুক্তিপণ দাবী করে। এর ফলে বিপাকে পড়েন পাঠকরা। তারা গ্রন্থাগার থেকে বই নিতে ও গ্রন্থাগারের কম্পিউটার ব্যবহার করতে পারেননি।
পরবর্তীতে গ্রন্থাগারে সব ধরনের নিয়মিত সেবা পুনরুদ্ধার করা হয় বলে মঙ্গলবার জানিয়েছেন সেiন্ট লুইস গ্রন্থাগারের নির্বাহী পরিচালক ওয়ালার ম্যাকগুইরে। বিবিসির তথ্যানুসারে, হামলাকারীদেরকে কোনো মুক্তিপণ দিতে হয়নি।
ম্যাকগুইরে তার বিবৃতিতে বলেন, গ্রন্থাগারের ব্যাক-আপ সিস্টেম ব্যবহার করে ক্ষতিগ্রস্থ সার্ভারে প্রবেশ ও পুনরুদ্ধার করতে সেইন্ট লুইস গ্রন্থাগারের কারিগরি বিভাগের সদস্যরা ‘রাত আর ছুটির দিনেও’ কাজ করেছেন।
তাদের প্রধান লক্ষ্য ছিল গ্রন্থাগারের বই যাতে পাঠকরা বাসায় নিয়ে পড়তে পারেন সেই ব্যবস্থা পুনরুদ্ধার করা। তিনি জানান, তারা এখন সে সিস্টেম পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন।
ম্যাকগুইরে বলেন, “অপরাধীরা কেমন করে সিস্টেম ভাঙল তা শনাক্ত করতে এবং এই সমস্যা সমাধান করতে সেইন্ট লুইস গ্রন্থাগার এখন এফবিআই-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।”
“এই ঘটনায় ভুক্তভোগী সব ব্যবহারকারীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। অধিকাংশ দিন হাজারো ব্যবহারকারী বই নেওয়াসহ বিভিন্ন কাজে সেইন্ট লুইস গ্রন্থাগারের কম্পিউটার ব্যবহার করে থাকেন। তাই হামলায় গ্রন্থাগার ব্যবহারকারীরাই মূলত ক্ষতিগ্রস্থ হয়েছেন।”
“মুক্তিপণের জন্য পাবলিক লাইব্রেরিতে আক্রমণাত্মকভাবে তথ্য এবং প্রবেশাধিকার রোধ করার চেষ্টা অত্যন্ত ভয়ানক। তবে আমরা আমাদের পৃষ্ঠপোষকদেরকে এসব থেকে মুক্ত রাখার যথাসাধ্য চেষ্টা করব,” যোগ করেন তিনি।
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
-
এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
-
দক্ষিণপূর্ব এশিয়ায় আসছে ডোটা ২-এর ‘দ্য ইন্টারন্যাশনাল’
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে