চীনাদের অর্ধেকই মোবাইল ইন্টারনেটে

চীনে প্রথমবারের মতো মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দেশটির জনসংখ্যার ৫০ শতাংশ হয়েছে, জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 03:43 PM
Updated : 24 Jan 2017, 03:43 PM

চীনের ইন্টারনেটবিষয়ক সংস্থা চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) চলতি সপ্তাহে দেশটির ইন্টারনেট নিয়ে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানায়।   

২০১৬ সালের ডিসেম্বর মাসে চীনে ৭৩ কোটি ১০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা দেশটির মোট জনসংখ্যার ৫৩.২ শতাংশ। এই সংখ্যাটি ইউরোপের প্রায় সর্বোমট জনসংখ্যার সমান বলে জানিয়েছে সাইটটি। চীনা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৯৫ শতাংশ বা ৬৯ কোটি ৫০ লাখ জন মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। এর মানে হচ্ছে, মোট ১৪০ কোটি চীনা জনগণের মধ্যে প্রায় ৫০ শতাংশই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন।

সিএনএনআইসি জানায়, ২০১৬ সালে চীনে প্রায় ৪২.৯৯ মিলিয়ন নতুন ব্যবহারকারী যোগ হয়েছে। এর ফলে ওয়েব ব্যবহার ৬.২ শতাংশ বেড়েছে, যা শেষ ১২ মাসে বিশ্বব্যাপী গড় বৃদ্ধির চেয়ে বেশি।

সিএনএনআইসি ২০১৬ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা জানায় ৬৮ কোটি ৮০ লাখ এবং ২০১৫ সালে ৬৪ কোটি ৯০ লাখ, যার অর্থ ২০১৫ থেকে ২০১৬ তে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ে প্রায় ছয় শতাংশ এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৯০.১ শতাংশে।

সিএনএনআইসি তাদের প্রতিবেদনে আরও জানায়, চীনে ১৬ কোটি ৮০ লাখ মানুষ ‘কার হেইলিং অ্যাপ’ ব্যবহার করে, যা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনে মোবাইল ওয়ালেট (মোবাইলের মাধ্যমে অর্থ পরিশোধ ব্যবস্থা) ব্যবহারকারীর সংখ্যা ৪৬ কোটি ৯০ লাখ, যা ২০১৫ সালের থেকে ৩১.২ শতাংশ বেশি। অ্যাপের মধ্যে সোশাল মেসেজিং অ্যাপ উইচ্যাট-এর ব্যবহারকারী সবচেয়ে বেশি, যা ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহার করেন।