আপলোডে ক্র্যাশ ইনস্টাগ্রাম!

ছবি বা স্টোরি আপলোড করতে গেলে ক্র্যাশ করছে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 07:17 PM
Updated : 20 Jan 2017, 07:17 PM

ফেইসবুক মালিকানাধীন এই সেবার অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ নিয়ে এমন অভিযোগে মুখর হয়ে উঠেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার, জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

অ্যাপটির সর্বশেষ আপডেটের সঙ্গে এই বাগ এসেছে বলে ধারণা করা হচ্ছে। ব্যবহারকারীরা জানিয়েছেন, কোনো কনটেনট আপলোড করতে ‘+’ বাটন চাপার পর তাদের ডিভাইসের স্ক্রিন কিছুক্ষণের জন্য কালো হয়ে যায় ও অ্যাপটি ক্র্যাশ করে।

কেউ এই সমস্যায় পড়লে তাদের জন্য ইনস্টাগ্রামের পরামর্শ-

● আইওএস: ডিভাইস রিস্টার্ট করে অ্যাপ লঞ্চ করতে হবে। যদি তাতে কাজ না হয় তবে অ্যাপটি আনইনস্টল করে, আবারও পরে ইনস্টল করতে হবে।

● অ্যান্ড্রয়েড: আনইনস্টল করে অ্যাপটি আবারও ইনস্টল করতে হবে।

আর যদি এতেও কাজ না হয় তবে ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম নতুন আরেকটি আপডেট আনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলা জানিয়েছে মার্কিন সাইটটি।