মার্চে অ্যান্ড্রয়েডে সুপার মারিও রান

চলতি বছর মার্চে সুপার মারিও মোবাইল গেইমের অ্যান্ড্রয়েড সংস্করণ ছাড়া হবে বলে জানিয়েছে গেইমটির নির্মাতা জাপানি প্রতিষ্ঠান নিনটেনডো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 12:59 PM
Updated : 19 Jan 2017, 12:59 PM

২০১৬ সালের ডিসেম্বরে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি শুধু অ্যাপলের আইফোনের জন্য এই গেইম বাজারে ছাড়ে।

নিজেদের টুইটার ফিডে প্রতিষ্ঠানটি এক ঘোষণায় মার্চে অ্যান্ড্রয়েড সংস্করণ আনার বিষয়ে পরিকল্পনার কথা জানায়।

বিশ্বের ১৫০টি দেশে অ্যাপল স্টোরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর মুক্তির পর মাত্র চার দিনের মাথায় এর ডাউনলোড চার কোটি ছাড়িয়ে যায়, যা কোনো অ্যাপ স্টোরের ইতিহাসে কোনো গেইমের জন্য এই মাইলফলকে পৌঁছানোর দ্রুততম বিশ্বরেকর্ড বলে সে সময় জানায় নিনটেনডো। কিন্তু একই সময়ে গেইমারদের নেতিবাচক রিভিউয়ের ফলে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১৩ শতাংশ হ্রাস পায়। মূলত গেইমটির পূর্ণ সংস্করণ ৯.৯৯ ডলারের বিনিময়ে আনলক করাকে অনেকেই ‘ব্যয়বহুল’ হিসেবে মত দেন।

২০১৫ সালে নিজেদের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার পর নিনটেনডো জানায়, তারা মোবাইল গেইম তৈরি শুরু করবে আর সুপার মারিও রান গেইমটি নিনটেনডো’র সেই পরিকল্পনারই প্রথম ফসল।

রয়টার্স জানিয়েছে, এ খবর প্রকাশের সময় পর্যন্ত হিসাব অনুযায়ী টোকিও শেয়ারবাজারে নিনটেনডো’র শেয়ারমূল্য ১.১ শতাংশ কমে যায়।