৩৫ হাজার কোটি ডলারে যাচ্ছে স্মার্টফোন বাজার

প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। সামনের চার বছরে আরও বাড়তে যাচ্ছে এই ডিভাইসের সংখ্যা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 03:07 PM
Updated : 17 Jan 2017, 03:07 PM

ধারণা করা হচ্ছে সামনের চার বছরে এই খাতে আয় ৫০ শতাংশ বেড়ে সাড়ে ৩৫ হাজার কোটি মার্কিন ডলারে দাঁড়াবে। আর এই সময়ের মধ্যে ডিভাইসের সংখ্যা দাঁড়াবে ৬০০ কোটিতে, নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মারকিট-এর দেওয়া তথ্যমতে মানুষকে সংযোগকারী ডিভাইসগুলোর মধ্যে বর্তমানে স্মার্টফোন এবং ট্যাবলেটের সংখ্যা ৬০ শতাংশ। ২০০৮ সালে এই পরিমাণ ছিল ১৭ শতাংশ আর ২০১৬ সালে স্মার্টফোনের ভিত্তি ছিল ৪০০ কোটি ডিভাইস। ২০২০ সালের মধ্যে এই সংখ্যা দাঁড়াবে ৬০০ কোটিতে।

প্রতিষ্ঠানটির পরিচালক ইয়ান ফগ বলেন, “মোবাইল উদ্ভাবন, নতুন ব্যবসা মডেল এবং মোবাইল প্রযুক্তি এর সঙ্গে সম্পৃক্ত সকল বাজারকে পরিবর্তন করছে।”

তিনি আরও বলেন, “মোবাইল ডিভাইস এবং সেবাগুলো এখন মানুষের বিনোদন, ব্যবসায়িক জীবন এবং যোগাযোগের জন্য মূল যন্ত্র। স্মার্টফন পিসি’র মতো সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসকে সরিয়ে দিচ্ছে।”

স্মার্টফোনের পাশাপাশি মোবাইল অ্যাপেও গ্রাহকের খরচ বাড়ছে। ২০২০ সালের মধ্যে এই খাতে গ্রাহকের ব্যয় বলা হচ্ছে ৭৪০০ কোটি মার্কিন ডলার। ২০১৬ সালে এর পরিমাণ ছিল ৫৪০০ কোটি।