রকেট উৎক্ষেপণে ফিরেই সফল স্পেসএক্স

প্রায় চার মাস পর পুনরায় রকেট উৎক্ষেপণ শুরু করে প্রথম ফ্লাইটে সাফল্য পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। শনিবার সফলভাবে একটি ড্রোন জাহাজে ল্যান্ড করেছে প্রতিষ্ঠানটির ফ্যালকন ৯ রকেট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 12:59 PM
Updated : 15 Jan 2017, 12:59 PM

এই ফ্লাইটের মাধ্যমে ফ্যালকন ৯-এর প্রথম স্তর ঠিকভাবে পুনরুদ্ধার করেছে স্পেসএক্স, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। এবারের ফ্লাইট বিবেচনা করে সপ্তমবারের মতো রকেটটি পুনরুদ্ধার করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবী করা হয়েছে।

এ যাবত মহাকাশে যেসব রকেট উৎক্ষেপণ করা হতে তা শুধু একবারই ব্যবহার করা যেত। আগের বছর রকেট উৎক্ষেপণের এই খরচ কমাতে পুনঃব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণ শুরু করে স্পেসএক্স। ২০১৬-এর ৮ এপ্রিল প্রতিষ্ঠানের ফ্যালকন ৯ রকেটটি প্রথমবারের মতো জাহাজে সফলভাবে ল্যান্ড করে।

এরপরও বেশ কয়েকবার রকেট উৎক্ষেপণ করে পুনরায় সফলভাবে ফিরিয়ে আনা হয়। কিন্তু আগের বছর সেপ্টেম্বরে উৎক্ষেপণকালে এক দূর্ঘটনার কারণে চার মাস কোনো ফ্লাইট দেয়নি স্পেসএক্স।

১ সেপ্টেম্বর কেপ ক্যানাভেরাল বিমান বাহিনী ঘাঁটির কেনেডি স্পেস সেন্টারের ঠিক দক্ষিণে অবস্থিত স্পেসএক্স-এর প্রধান লঞ্চ প্যাড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়। প্রতিষ্ঠানের ফ্যালকন ৯ রকেটে পূর্বনির্ধারিত রুটিন প্রি-ফ্লাইট পরীক্ষার জন্য জ্বালানী সরবারহ করার সময় আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুইশ’ কোটি ডলার মূল্যের একটি ইসরায়েলি কৃত্রিম উপগ্রহ ধ্বংস হয়ে যায়, যা ফেইসবুক আফ্রিকা ও অন্যান্য স্থানে ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবহার করার পরিকল্পনা করেছিল।

দূর্ঘটনার পর এ বছরের নভেম্বরেই পুনরায় রকেট উৎক্ষেপণে ফেরার কথা থাকলেও পরবর্তীতে তা পেছানো হয়। তদন্ত করে দূর্ঘটনার কারণও বের করেছে স্পেসএক্স। রকেটের ঘনীভূত অক্সিজেন উচ্চ চাপের হিলিয়াম ট্যাংকে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়। রকেট উৎক্ষেপণের দ্বিতীয় স্তরে হিলিয়াম ট্যাংকের জ্বালানী ব্যবহার করা হয়ে থাকে। এর আগে প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক জানিয়েছিলেন তার বিশ্বাস উড্ডয়নের আগে জ্বালানী ভরার প্রক্রিয়া বাদ দিয়ে এই দূর্ঘটনা এড়ানো যেতে পারে।

মার্কিন স্যাটেলাইট টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘ইরিডিয়াম কমিউনিকেশনস’-এর স্যাটেলাইট দিয়েই পুনরায় মহাকাশে ফেরার কথা রয়েছে স্পেসএক্স-এর। ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ১০টি ‘নেক্সট’ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে প্রতিষ্ঠানটি। এই স্যাটেলাইটগুলো মোবাইল ভয়েস এবং ডেটা নেটওয়ার্কের বাস্তব স্টেশন হিসেবে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।

আগের কয়েক বছর ধরেই রকেট উৎক্ষেপণের খরচ কমানোর জন্য কাজ করছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো। বর্তমানে স্পেসএক্স-এর একটি রকেট উৎক্ষেপণে ব্যয় ধরা হয় ছয় কোটি মার্কিন ডলার, যা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম।

রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ফ্যালকন ৯-এর প্রথম স্তর সফলভাবে পুনরুদ্ধার করায় খরচ অনেকটা কমে যায় বলে জানানো হয়। চলতি বছর ২৭টি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে স্পেসএক্স-এর।

আরও খবর-