স্বচালিত নিসান-এর পরীক্ষাগার লন্ডন

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান জানিয়েছে তাদের প্রথম স্বচালিত গাড়ির ইউরোপিয়ান পরীক্ষা হবে যুক্তরাজ্যের লন্ডনে।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 01:18 PM
Updated : 14 Jan 2017, 01:18 PM

ব্রেক্সিট-এর দুশ্চিন্তা থাকা সত্ত্বেও ব্রিটেনকে বেছে নেওয়ার কয়েক মাস পরই প্রতিষ্ঠানটি জানায় তারা ব্রিটেনে দুটি মডেল তৈরি করছে, জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা ব্রিটেনে স্বচলিত গাড়ির সংস্করণ এবং পরীক্ষা চালাতে প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করতে চান। এটি তাদেরকে বিশ্ব বাজার তৈরিতে একটি শিল্প সৃষ্টি করতে সহায়তা করবে। ২০২৫ সালের মধ্যে এই শিল্পের মূল্য ধরা হয়েছে ৯০ হাজার কোটি ব্রিটিশ পাউন্ড।

নিসান জানায়, স্বচলিত প্রযুক্তির সঙ্গে ছোট আকারের বৈদ্যুতিক ‘এলইএএফ’ গাড়ির পরিবর্তিত সংস্করণও লন্ডনে পরীক্ষা করা হবে। এটি হবে প্রতিষ্ঠানটির জন্য ইউরোপের রাস্তায় প্রথম স্বচলিত গাড়ির প্রদর্শন। 

নিসান ইউরোপ বিভাগের চেয়ারম্যান পল উইলকক্স এই উদ্যোগ সম্পর্কে উচ্ছসিত মন্তব্য করেছেন।

“আগামীর নিরাপদ গাড়ি এবং আধুনিকততম প্রযুক্তি আবিষ্কার এই ব্রিটেনেই করার মাধ্যমে আমরা নকশা আর প্রকৌশলে একটি দৃঢ় ভবিষ্যত দেখি যা গ্রাহকদের জন্য ছড়িয়ে যাবে গোটা বিশ্বে।”