ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বাড়াচ্ছে ফেইসবুক

ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে ৩০টিরও বেশি বিজ্ঞাপনদাতা আনছে এর মূল প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 10:59 AM
Updated : 12 Jan 2017, 11:00 AM

ফেইসবুক জানায় বিজ্ঞাপনের মাধ্যমে আয় বৃদ্ধির লক্ষ্যে ইনস্টাগ্রাম স্টোরিজে এই বিজ্ঞাপন আনা হচ্ছে, তথ্য রয়টার্স-এর।

২০১৭ সালে ফেইসবুকের বিজ্ঞাপনী আয় বৃদ্ধিতে ইনস্টাগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।  টেলিকনফারেন্সের মাধ্যমে ফেইসবুকের নির্বাহীরা জানান, তারা শীঘ্রই ব্যবহারকারীর সামনে কতোগুলো বিজ্ঞাপন দেখানো হবে তার সীমা বেঁধে দিতে পারেন। এটি প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির মূল কারণগুলোর একটি।

চলতি বছরে বিশ্বব্যাপী বিজ্ঞাপন থেকে ফেইসবুক ৩৬৪ কোটি মার্কিন ডলার আয়ের প্রত্যাশা করছে যা আগের বছরের বিজ্ঞাপনী আয়ের দিগুণ।  যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল মার্কেট গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার জানায়, তারা আশা করছে ফেইসবুকের বিজ্ঞাপন থেকে আয়ের ২০ শতাংশের বেশি আসবে ইনস্টাগ্রামের মাধ্যমে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ৭৪ শতাংশ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেওয়ার স্থান হিসেবে ইনস্টাগ্রাম ব্যবহার করবে। ২০১৬ সালে এর পরিমাণ ছিল ৫৩ শতাংশ। ইনস্টাগ্রামের  এমন ব্যবহার মার্কিন মাইক্রোব্লগিং সাইট টুইটার-কে পেছনে ফেলবে বলেও ধারণা করা হচ্ছে।