২০৩৫-এর মধ্যে চীনে ৪০ কোটি চাকরি

২০৩৫ সালের মধ্যে চীনের ডিজিটাল অর্থনীতিতে ৪০ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 05:06 PM
Updated : 8 Jan 2017, 05:06 PM

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া-এর বরাতে এমন খবর জানিয়েছে আইএএনএস।

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা’র পৃষ্ঠপোষকতায় নতুন এক অর্থনৈতিক সামিটে বস্টন কনসাল্টিং গ্রুপ জানায়, ওই সময়ের মধ্যে ইন্টারনেটভিত্তিক অর্থনীতি ১৬ ট্রিলিয়ন ডলারের সমান হবে। এর ফলে দেশটিতে আরও ১০ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছে আলিবাবা, এর সঙ্গে ২০১৬ সালে এ খাতে সৃষ্ট তিন কোটি কর্মসংস্থানও রয়েছে।

নতুন কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে সঙ্গে ক্লাউড কম্পিউটিং আর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় আরও অনেক কর্মীকে সরিয়ে জায়গা নেবে বলেও বলা হচ্ছে।

সামনের দশকের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশ স্বনির্ভর বা ইন্টারনেটভিত্তিক ফ্রিল্যান্সার হবেন বলে মত দিয়েছেন আলিবাবা’র ভাইস প্রেসিডেন্ট গাও হংবিং। ডিজিটাল অর্থনীতি অর্থনীতি উৎপাদন খাতকে ছাড়িয়ে যাবে ও বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশের কারণ হবে বলেও জানিয়েছেন তিনি।