বিবিসি জানিয়েছে, রেডিটে কবিতার আকারে এই ঘোষণাটি প্রকাশ করেনসেরেনা। তিনি বলেন ওহানিয়ানতাকে রোমে নিয়ে গিয়েছিলেন যেখানে তাদের প্রথমবারের মতো দেখা হয়। আর সেখানেই তাকে প্রস্তাব করেনওহানিয়ান এবং জবাবে সেরেনাবলেন ‘হ্যাঁ’।
চলতি বছর তার সপ্তম উইম্বলডনএকক শিরোপা এবং ২২তম গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয় করেছেনসেরেনা। তারপরওর্যাংকিংয়ে এক থেকে দুইয়ে নেমে গেছেনতিনি।
রেডিট-কে‘ইন্টারনেটের প্রথম পাতা’ বলে আখ্যা দিয়ে থাকেন সাইটটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে কোনো বিষয়ে রেডিটে লিংক শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। অন্যান্য ব্যবহারকারীরা ওই লিংকগুলো ‘আপ’ বা ‘ডাউনভোট’ করতে পারেন।রেডিটে শেয়ার করা লিংকগুলো সাধারণত খুব অল্প সময়ে লাখ লাখ ‘ভিউ’ পেয়ে থাকে। ২০০৫ সালে ওহানিয়ান তার কলেজের বন্ধু স্টিভ হাফম্যানের সঙ্গে যৌথভাবে রেডিট প্রতিষ্ঠা করেন।
‘আর/ আইসেইডইয়েস’ (r/isaidyes) নামের একটি ফোরাম যেখানে ব্যবহারকারীরা তাদের বিবাহ প্রস্তাবেরকথা জানান সেখানে সেরেনাতার বাগদানের বিষয়টি পোস্ট করেন।পোস্টে লেখা হয়, ওহানিয়ানতাকে রোমের সেই টেবিলটিতে নিয়ে যান যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেখানে তিনি (ওহানিয়ান ) হাঁটুর উপর ভর করে তাকে“চারটি শব্দ বলেন”।
ওহানিয়ানও সেরেনা বরাবরই তাদের সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সেলেব্রিটি সংক্রান্ত মুখরোচক গল্পের দুনিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কিন্তু আগেরবছর থেকেই গুজব শুরু হয় যে সম্ভবততারা দুজন প্রেমে জড়িয়ে পড়েছেন।