এয়ারপডস-এর অগ্রগতি ‘অপ্রতিরোধ্য’: টিম কুক

অ্যাপলের তারবিহীন হেডফোন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা- সমালোচনার জবাব দিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 03:29 PM
Updated : 30 Dec 2016, 03:29 PM

নিউ ইয়র্ক স্টক এক্সচেইঞ্জের উদ্দেশ্যে এক সফরে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিম কুক অ্যাপলের তারবিহীন হেডফোন এয়ারপডস-কে প্রতিষ্ঠানটির ‘অপ্রতিরোধ্য অগ্রগতি’ বলে অভিহিত করেছেন।

চলতি বছরের ১৩ ডিসেম্বর এই হেডফোন মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ১৫৯ ডলার মূল্যে কিনতে গ্রাহকরা আগাম অনুরোধ জানান এবং বাজারে আসার প্রথম সপ্তাহেই তা ‘হলিডে হিট’-এ স্থান পায় বলে জানান অ্যাপল নির্বাহী। তবে, প্রযুক্তি সাইট সিনেটের তথ্যানুসারে, এয়ারপডস হাতে পেতে ক্রেতাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় ছয় সপ্তাহ।

“আমরা দ্রুততম সময়ে এগুলো তৈরির সাধ্যমতো চেষ্টা করেছি”, কুক বলেন।

এয়ারপডস যুক্ত্ররাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চীন, ফ্রান্স, ভারত আর জাপানসহ বিশ্বের ১০০টি দেশে পাওয়া যাচ্ছে, যেখানে গ্রাহকদের অ্যাপলের বাজারজাত করা পণ্য হাতে পেতে অন্ততপক্ষে এক মাস অপেক্ষায় থাকতে হয়।

চলতি বছর ডিসেম্বরে দুই মাস বিলম্বের পর এবার ‘এয়ারপডস’ বাজারে আনে অ্যাপল। তবে, বিলম্বের কারণ ব্যাখ্যা করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।