প্রথমবারের মতো কমছে টেসলার শেয়ার মূল্য

২০১০ সাল থেকে এবছরই প্রথমবারের মতো কমেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 03:07 PM
Updated : 30 Dec 2016, 03:07 PM

ওয়াল স্ট্রিট জার্নাল-এর স্টিভেন রুসোলিলো ২৯ ডিসেম্বর এক টুইট বার্তায় জানান বছরের শেষে এসে শেয়ার মূল্য কমছে প্রতিষ্ঠানটির। শেয়ার মূল্য কমলেও বিষয়টি তেমন আমলে নেওয়া হচ্ছে না।

২০১৩ সালে টেসলার শেয়ার মূল্য ৩০০ শতাংশ বেড়ে যায়। সেখান থেকে এ বছর শেয়ার মূল্য ১০ শতাংশ কমে যাওয়াটা তাই তেমন চিন্তার বিষয় নয়, জানিয়েছে ব্যবসায় বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার।

শেয়ার মূল্য কমলেও এখন পর্যন্ত ২০০ মার্কিন ডলারের উপর বিক্রি হচ্ছে টেসলার শেয়ার। যেখানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য তিন হাজার মার্কিন ডলারের বেশি। এর ফলে শেয়ার বাজারে শক্ত ভিত্তির উপরই অবস্থান করছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের হাতে শুরু হওয়া প্রতিষ্ঠানটি।

২০১৭ সাল শুরু হলে টেসলার শেয়ার মূল্য আরও নিখুঁতভাবে নির্ধারণ করা হতে পারে। তবে, ২০১৬ সালে যেসব বিনিয়োগকারী প্রতিষ্ঠানের শেয়ার কিনেছেন তাদের জন্য এটি ভালো খবর খবর হবে না।

নতুন বছর টেসলার জন্য কিছুটা ভিন্নও হতে পারে। তাই শেয়ার বাজারে তাদের অবস্থান কেমন হবে তাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। গাড়ির তৈরির পাশাপাশি সোলারসিটি অধগ্রহণের মাধ্যমে সৌর বাণিজ্যেও মনযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।