২০১৬-এর সঙ্গে প্রযুক্তির যা বিদায় নিচ্ছে

পণ্য সরবরাহে অ্যামাজনের প্রথম ড্রোন ব্যবহার, উবার-এর আনা স্বচালিত গাড়ির বহরের মতো প্রযুক্তি খাতের উদ্ভাবনী অনেক কিছুই চোখে পড়েছে এ বছর। বিদায় নিতে যাচ্ছে ২০১৬, সঙ্গে বিদায় দিতে হচ্ছে কিছু প্রযুক্তি পণ্যকেও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 10:58 AM
Updated : 29 Dec 2016, 03:04 PM

২০১৬ সালে বিদায় জানানো প্রযুক্তিগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

আইফোনের হেডফোন জ্যাক-

চলতি বছর সেপ্টেম্বরে আইফোন ৭ আনার সঙ্গে বাদ দেওয়া হয় হেডফোন জ্যাক, পরিচয় করানো হয় তারবিহীন হেডফোন ‘এয়ারপডস’-এর।

এ বছর স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সবচেয়ে বড় বাজির ঘোড়া ছিল গ্যালাক্সি নোট ৭।

স্যামসাং গ্যালাক্সি নোট ৭
-

এ বছর স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সবচেয়ে বড় বাজির ঘোড়া ছিল গ্যালাক্সি নোট ৭। কিন্তু বিস্ফোরণ আর অগ্নিঝুঁকির কারণে বাজার থেকে চিরতরে তুলে নেওয়া হয় এই স্মার্টফোনটি। বিস্ফোরণের ঘটনায় একটি মডেলের ওয়াশিং মেশিনও তুলে নিতে হয় প্রতিষ্ঠানটিকে।

১৯৬০ সালে যাত্রা শুরু করেছিল ভিসিআর। বর্তমান যুগের উন্নত প্রযুক্তির বদৌলতে শেষমেশ হারিয়েই যেতে হল এক সময় বাড়িতে সিনেমা দেখার জনপ্রিয় এই মাধ্যমটিকে।

উপহারের জন্য আকর্ষণীয় পণ্য হোভারবোর্ড নিষিদ্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের ভোক্তা নিরাপত্তা বিভাগ ২০১৬ সালে।

ভিসিআর

১৯৬০ সালে যাত্রা শুরু করেছিল ভিসিআর। বর্তমান যুগের উন্নত প্রযুক্তির বদৌলতে শেষমেশ হারিয়েই যেতে হল এক সময় বাড়িতে সিনেমা দেখার জনপ্রিয় এই মাধ্যমটিকে। চলতি বছর সর্বশেষ ভিসিআর নির্মাতা প্রতিষ্ঠান জাপানের ফুনাই ইলেকট্রনিক্সও এই বিভাগ গুটিয়ে নেয়। শেষ বছরেও প্রতিষ্ঠানটি ৭৫ হাজারের মতো ভিসিআর বিক্রি করতে সক্ষম হয়।

হোভারবোর্ড

২০১৫ সালে উপহারের জন্য বিভিন্ন দেশে আকর্ষণীয় পণ হয়ে উঠেছিল হোভারবোর্ড। কিন্তু এতে আগুন লাগা আর দুর্ঘটনার কয়েকটি নজির সৃষ্টি হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভোক্তা নিরাপত্তা বিভাগ এটি নিষিদ্ধ করে দেয়, ফেরত নেওয়া হয় প্রায় পাঁচ লাখ হোভারবোর্ড

২০১৬ সালের মার্চে ফটো-শেয়ারিং ও সংরক্ষণ সেবাদাতা অ্যাপ পিকাসা-কে বন্ধ করে দেয় ওয়েব জায়ান্ট গুগল।

এক সময় মোবাইল ফোন বাজারে দাপিয়ে বেড়ানো ব্র্যান্ড মটোরোলার ইতি টানে এর মূল প্রতিষ্ঠান লেনোভো।

গুগল পিকাসা

২০১৬ সালের মার্চে নিজেদের ফটো-শেয়ারিং ও সংরক্ষণ সেবাদাতা অ্যাপ পিকাসা-কে বন্ধ করে দেয় ওয়েব জায়ান্ট গুগল।

মটোরোলা

এ বছর এক সময় মোবাইল ফোন বাজারে দাপিয়ে বেড়ানো ব্র্যান্ড মটোরোলার ইতি টানে এর মূল প্রতিষ্ঠান লেনোভো। দুই ব্র্যান্ডনামকে এক করে দেওয়া হয় নতুন নাম- ‘মটো বাই লেনোভো’।

কারিগরী সমস্যা আর খরচ অনেক বেশি হওয়ায় গুগলের প্রকল্প প্রজেক্ট আরা এ বছর বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

ব্ল্যাকবেরি আর ফোন তৈরি না করার সিদ্ধান্ত নেয় এ বছর

গুগল’র প্রজেক্ট আরা

যেমন খুশি তেমন সাজ- এর মতো যেমন খুশি তেমন ফোন, এমন ধারণা নিয়েই যাত্রা শুরু করেছিল ওয়েব জায়ান্ট গুগলের প্রকল্প প্রজেক্ট আরা। কিন্তু কারিগরী সমস্যা আর খরচ অনেক বেশি হওয়ায় তা আর বাজারে ছাড়া হয়নি, এ বছর এই প্রকল্প বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। 

ব্ল্যাকবেরি

প্রযুক্তি দুনিয়ায় ‘স্মার্টফোন’ শব্দটিতে যে প্রতিষ্ঠানের অবদান সম্ভবত সবচেয়ে বেশি, সেই ব্ল্যাকবেরি আর ফোন তৈরি না করার সিদ্ধান্ত নেয়। অর্থ হারাতে থাকা ডিভাইস ব্যবসায়ের জন্য চলতি বছর সেপ্টেম্বর মাসকে ডেডলাইন হিসেবে বেছে নিয়েছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জন চেন।

ভাইন

অক্টোবরে নিজেদের ভিডিও শেয়ারিং সেবা ভাইন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোব্লগিং সাইট টুইটার।

অক্টোবরে নিজেদের ভিডিও শেয়ারিং সেবা ভাইন
মাইক্রোব্লগিং সাইট টুইটার।