যুক্তরাষ্ট্রে রাশিয়ান ভিসা সেন্টার হ্যাকড
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2016 03:58 PM BdST Updated: 27 Dec 2016 04:01 PM BdST
-
ছবি- রয়টার্স
যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার ভিসার জন্য আবেদন করেছেন এমন হাজারো মার্কিনি ব্যক্তিগত তথ্য রাখা একটি ডেটাবেইস বড়দিনের ছুটিতে হ্যাক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কাপুস্তকি নাম ব্যবহার করা এক ব্যক্তি রাশিয়ান ভিসা সেন্টার-এর কম্পিউটার সিস্টেম লঙ্ঘন করার দাবি করেছেন। তিনি মার্কিন সংবাদ সাইট বাজফিড নিউজ -এর সঙ্গে ওই ডেটাবেইস থেকে হাতিয়ে নেওয়া তথ্যের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন বলে জানিয়েছে সাইটটি। স্ক্রিনশটটিতে কয়েক ডজন মানুষের নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ছিল।
এই হ্যাকে ‘সহায়তাকারী’ দল ‘নিউ ওয়ার্ল্ড হ্যাকারস’-এর একজন হিসেবে নিজেকে পরিচয় দেওয়া ওই হ্যাকারের দাবি, তার কাছে সহস্রাধিক মানুষের তথ্য রয়েছে কিন্তু সেগুলো প্রকাশ করা হবে না। টুইটারে পাঠানো সরাসরি এক বার্তায় তিনি বলেন, “প্রশাসন তাদের ব্যবস্থাগুলো আরও সুরক্ষিত করবে ও একটি ডেটা লঙ্ঘনের ফলাফল কী হতে পারে তা বুঝবে, এমনটাই আমি চাই।”
ডেটাবেইসটিতে নিরাপত্তা লঙ্ঘনের সুযোগ খুঁজে পেয়েছেন বলে জানান নিজেকে ‘নৈতিক হ্যাকার’ পরিচয় দেওয়া ১৭ বছর বয়সী ওই ব্যক্তি। বাজফিড নিউজ স্ক্রিনশটে দেখতে পাওয়া প্রতিজন মানুষের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে। তাদের মধ্যে পাঁচজন রাশিয়ার ভিসার জন্য আবেদন করেছে বলে নিশ্চিত করেছেন।
রাশিয়ান ভিসা সেন্টার-এর এক আইনজীবী জন শোরমেন জানান, ভিসা কেন্দ্রের কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত যোগাযোগের তথ্য প্রকাশ পেয়েছে। তিনি বলেন, “নিরাপত্তা সেবাদাতারা বলছেন ভিসা ওয়েবসাইটটি হ্যাক হয়নি, তবে ক্যালেন্ডারটি হ্যাকিংয়ের শিকার হয়ে থাকতে পারে। সেখানে প্রায় তিন হাজার লোকের ব্যক্তিগত তথ্য আছে বলে জানান তিনি।
রাশিয়ান ভিসা সেন্টার এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-কে অবহিত করার প্রকিয়ায় আছে বলেও জানান শোরমেন।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ