ট্রিলিয়ন ডলারের পথে মাইক্রোসফট

প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্যে পৌঁছাবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, এমনটাই ধারণা করছেন এক বিশ্লেষক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 09:54 AM
Updated : 27 Dec 2016, 09:56 AM

মার্কিন প্রযুক্তি সাইট গিকওয়্যার-এর প্রতিবেদনে মাইকেল মারকোস্কি নামের ওই গবেষকের বরাত দিয়ে জানানো হয়েছে অ্যামাজন, গুগল, ফেইসবুক-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর আগে লক্ষ কোটি মার্কিন ডলারের মূল্যে প্রবেশ করবে মাইক্রোফট। আর সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির মূল সহায়ক হতে পারে ব্যবসায় বাণিজ্যবিষয়ক যোগাযোগের সাইট লিংকডইন।

সম্প্রতি ২৬২০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে লিংকডইন কিনে নেয় মাইক্রোসফট। পরবর্তীতে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছিলেন, মাইক্রোসফটের তত্ত্বাবধানে লিংকডইন হবে ‘ক্যারিয়ার’ ফেইসবুক।

তিনি আরও বলেন, "আমরা যদি সামাজিক বিশ্বে এটিকে ফেইসবুকের মতো দামি বানাতে পারি, সেটি বিশাল মান সৃষ্টি করবে এবং আগামী বছরের মধ্যে সেটিই হতে যাচ্ছে।"

লক্ষ কোটির বাজার মূল্য তুলতে লিংকডইন-ই হতে পারে মাইক্রোসফটের মূল চাবি। গিকওয়্যার-এর প্রতিবেদনে বলে হয়, মাইক্রোসফট লিংকডইনকে শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমে তৈরি করার মাধ্যমে এবং ক্রাউডফান্ডিং শিল্পের মাধ্যমে তা করবে।

মারকোস্কি’র মতে অনলাইন ক্রাউডফান্ডিং-ই হবে পরবর্তী প্রযুক্তি বিপ্লব। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সামনে ক্রাউডফান্ডিংয়ে ভালো বিনিয়োগ করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।

মারকোস্কি বলেন, “ছোট বাজি ধরা, লটারি টিকেট কেনা ইত্যাদিতে মানুষের অতৃপ্ত ক্ষুধা রয়েছে যা তাদেরকে বড় লাভের সুযোগ দেয়।” তাই লিংকডইন-কেও মাইক্রোসফটের বাজি হিসেবে ধরা হচ্ছে।