এবার চেহারা দিয়ে স্ন্যাপচ্যাটে গেইম

ছবি মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটে আনা হয়েছে নতুন গেইমিং ফিচার।

রিফাত আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 01:03 PM
Updated : 26 Dec 2016, 01:03 PM

অ্যাপটিতে এখন থেকে গেইম খেলার জন্য আর আঙ্গুল ব্যবহার করতে হবে না, বরং নিজের চেহারা ব্যবহার করেই গেইম খেলা ও পয়েন্ট অর্জন করা যাবে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

এর জন্য যা করতে হবে তা হল নতুন ‘সেলফি লেন্স’-এ নিজের চেহারা স্ক্যান করে স্ক্রিনে প্রবেশ করাতে হবে। তারপরই ব্যবহারকারীরা নিজের চেহারা ব্যবহার করে খেলতে সক্ষম হবেন।

আপাতত স্ন্যাপচ্যাটের নতুন উন্মোচিত সান্তা’স হেল্পার নামক গেইমটির মূল চরিত্রের স্থলে নিজের চেহারা স্থাপন করা যাবে এবং ডিভাইসকে সামনে পেছনে বা ডানে বাঁয়ে ঝাঁকিয়ে বিভিন্ন বাঁধা এড়িয়ে উপহার সংগ্রহ করতে করতে স্কি ঢাল পার হতে হবে।

গেইম খেলাকালীন ব্যবহারকারী ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের চ্যালেঞ্জ জানাতে পারবেন।

জনপ্রিয় এই অ্যাপটির বেশ কিছু ফিচার নকল করছে অন্যান্য চ্যাটিং অ্যাপগুলো। সম্প্রতি স্ন্যাপচ্যাট-এর মতো ফটো আর ভিডিও ফিল্টার নিয়ে পরীক্ষা চালাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।