নিজস্ব ‘ওএস’ আনল রাসবেরি পাই

স্বস্তা দামের ক্ষুদ্র কম্পিউটার রাসবেরি পাই-এর জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান। সাধারণ ডেস্কটপেই চলবে এর নতুন ‘গ্রাফিকাল ফ্রন্ট এন্ড’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2016, 12:39 PM
Updated : 23 Dec 2016, 12:39 PM

বিবিসি জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে পিসি এবং অ্যাপল ম্যাক মেশিনে চালানোর জন্য পিক্সেল ডেস্কটপে নতুন করে কাজ করা হয়েছে। এর ফলে যারা রাসবেরি পাই কম্পিউটার বা অন্য কম্পিউটারে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন তারা একই ধরনের অনুভূতি পাবেন।

পাই ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সবচেয়ে ভালো’ কম্পিউটিং অভিজ্ঞতা দিতেই এটি উন্মুক্ত করা হচ্ছে।

রাসবেরি পাই-এর সহ-নির্মাতা ইবেন আপ্টন জানান, যেসব ছাত্ররা ক্রেডিট কার্ডের মাপের পাই ব্যবহার করে সফটওয়্যারটি তাদেরকে সহায়তা করবে। কিন্তু তাদের পিসি এবং ম্যাক-এও কাজ করা চালিয়ে যাওয়া উচিত। “পিক্সেল-এর পাই সংস্করণে বড় কম্পিউটারের মতো হুবুহু একই রকম সফটওয়্যার এবং প্রোগ্রামিং টুল রয়েছে”- বলেঙ তিনি।

“এখানে শেখার এবং চিন্তা করার কিছু নেই। স্কুলের কাজ দুইটি ভিন্ন অপারেটিং সিস্টেমে চালানো শুধু,” বলেন আপ্টন।

এটি নিয়ে সতর্ক করে তিনি আরও বলে সফটওয়্যারটি এখনও পরীক্ষা করা হচ্ছে তাই সেখানে বাগ বা ‘সামান্য ত্রুটি’ থাকতে পারে।