অ্যাপলের বিরুদ্ধে নোকিয়ার আরও মামলা
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2016 05:42 PM BdST Updated: 23 Dec 2016 05:42 PM BdST
-
ছবি- রয়টার্স
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে নতুন আরও কয়েকটি পেটেন্ট মামলা দায়ের করেছে ফিনিশ টেলিযোগাযোগ নেটওয়ার্ক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।
বৃহস্পতিবার এশিয়া, ইউরোপ, আর যুক্তরাষ্ট্রে নতুন এই মামলাগুলো করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে বুধবার অ্যাপল ৩২টি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে অ্যাপলের বিরুদ্ধে কয়েকটি মামলা করার কথা জানায় এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বিস্তার করা প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার নোকিয়া জানায়, তারা ১১টি দেশে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ৪০ টি পেটেন্ট মামলা করেছে।
অ্যাপলের সঙ্গে আইনি লড়াই নিয়ে নোকিয়াকে কয়েকজন বিশ্লেষক সতর্ক করেছেন বলেও জানিয়েছে রয়টার্স। আর এর প্রতিফলন দেখা যায় বৃহস্পতিবারই, এ দিন নোকিয়ার প্রতি শেয়ারের মূল্য পাঁচ শতাংশ কমে ৪.৪৯৬ ইউরোতে এসে দাঁড়ায়।
বুধবার মামলা দায়েরের পর এক বিবৃতিতে নোকিয়া বলে, “২০১১ সাল থেকে নোকিয়া টেকনোলজিস-এর পোর্টফোলিও থেকে কিছু পেটেন্ট নিয়ে লাইসেন্স করতে সম্মত হওয়ার পর থেকে, অ্যাপল নোকিয়ার পক্ষ থেকে দেওয়া অন্যান্য পেটেন্টগুলোর লাইসেন্স করার প্রস্তাবগুলো ফিরিয়ে দেয়, পরে এই পেটেন্ট করা উদ্ভাবনগুলো অ্যাপলের অনেক পণ্যে ব্যবহার করা হয়েছে।”
অন্যদিকে, অ্যাপলের মুখপাত্র জশ রোজেনস্টক বলেন, “আমাদের পণ্যে ব্যবহৃত প্রযুক্তি নিয়ে আমরা সবসময় পেটেন্ট-এর অধিকার সুরক্ষিত করতে ন্যায্য মূল্য পরিশোধে ইচ্ছুক। দূর্ভাগ্যবশত, নোকিয়া ন্যায্যভাবে তাদের পেটেন্ট লাইসেন্স করানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন তারা অ্যাপলের নিজস্ব উদ্ভাবন যেখানে তাদের কিছুই করা নেই এমন খাতে হওয়া আয়ের হার ধার্য করে অ্যাপলের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নিতে পেটেন্ট কৌশল ব্যবহার করছে।”
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে