নেটফ্লিক্স-এর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

এক হ্যাকার দলের আক্রমণের শিকার হয়েছে নেটফ্লিক্স ইউএস-এর টুইটার অ্যাকাউন্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2016, 12:18 PM
Updated : 22 Dec 2016, 12:18 PM

এই অ্যাকাউন্টটিতে ২৫ লাখ ফলোয়ার রয়েছে বলে জানিয়েছে বিবিসি। ওই অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকার গ্রুপ আওয়ারমাইন তাদের নিজস্ব ওয়েবসাইট ও সেবার প্রচারণা চালিয়ে টুইট করে। যদিও এই টুইটগুলো দেখতে পাওয়ার প্রায় এক ঘণ্টা পর এই টুইটগুলো সরিয়ে দেওয়া হয়।

চলতি বছর আওয়ারমাইন কয়েকটি গুরুত্বপূর্ণ টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে। এসব অ্যাকাউন্টের মধ্যে উইকিপিডিয়া সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ আর গুগল প্রধান সুন্দার পিচাইয়ের অ্যাকাউন্টগুলোও ছিল। এই দলটির হাত থেকে রেহাই পায়নি প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চবাজফিড-এর ওয়েবসাইট। এমনকি টুইটার প্রধান জ্যাক ডরসি’র টুইটার ও ভাইন অ্যাকাউন্টও তাদের হামলার শিকার হয়।

নেটফ্লিক্স-এর অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া টুইটগুলোর মধ্যে একটিতে বলা হয়, “চিন্তার কিছু নেই, আমরা শুধুই আপনাদের নিরাপত্তা যাচাই করছি।”

হ্যাকাররা বিবিসিকে জানিয়েছেন, তারা এখনও এই অ্যাকাউন্টে অ্যাকসেস পাচ্ছেন। সেই সঙ্গে তারা তখনও টুইট করছিলেন কিন্ত সেগুলো ‘টুইটার সাপোর্ট’-এর মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তারা।