টুইটার ছাড়ছেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা

মঙ্গলবার এক টুইট বার্তায় প্রতিষ্ঠান ছাড়তে পারেন বলে জানিয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার-এর চিফ টেকনোলজি অফিসার (সিটিও) অ্যাডাম মেসিঞ্জার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2016, 02:23 PM
Updated : 21 Dec 2016, 02:24 PM

আগের বছর জ্যাক ডরসি স্থায়ীভাবে টুইটার প্রধান হিসবে ফিরে আসার পর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠান ছেড়েছেন। এবার সেই দলের নতুন যোগ হলেন মেসিঞ্জার, জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।

পাঁচ বছর ধরে টুইটারে কাজ করছেন তিনি। ২০১৩ সালের মার্চে সিটিও হিসেবে দায়িত্ব নেন মেসিঞ্জার।

টুইটারে প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে তিনি প্রকৌশল, পণ্য উন্নয়ন এবং মাইক্রোব্লগিং প্রতিষ্ঠানটির নকশার দায়িত্ব পালন করেন। ২০১১ সালে টুইটারে যোগদানের পূর্বে ওরাকল কর্পোরেশন-এর উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মেসিঞ্জার।

আগের মাসেই টুইটার ছেড়েছেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা অ্যাডাম বেইন। তার জায়গায় বর্তমানে কর্মরত আছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা অ্যান্থনি নোটো।

এদিন প্রতিষ্ঠানের পণ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জশ ম্যাকফারল্যান্ডও জানান তিনিও টুইটার ছাড়তে পারেন। এ বছরের অক্টোবরেই টুইটারের পক্ষ থেকে জানানো হয় তারা প্রতিষ্ঠানের ৯ শতাংশ কর্মী ছাটাই করতে পারে।