২০১৮ তে কলকাতায় স্বচালিত ট্রেন

২০১৮ সালের মধ্যেই ভারতের কলকাতায় চালু হতে পারে স্বচালিত পাতাল ট্রেন।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 12:12 PM
Updated : 20 Dec 2016, 12:12 PM

ইন্ডিয়ান রেলওয়েস-এর রিসার্চ ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস-এর পরিচালক ইয়াতিশ কুমার বলেন, “২০১৮ সালের মার্চ থেকে শহরের সব নতুন মেট্রো রেইকগুলো  (পাতাল ট্রেন) গ্রেড অফ অটোমেশন থ্রি (জিওএ থ্রি) চালকবিহীন পাতাল ট্রেনে পরিবর্তিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।”

গ্রেড অফ অটোমেশন থ্রি (জিওএ থ্রি) বলতে বুঝায় ট্রেনের চালু আর বন্ধ হওয়া স্বয়ংক্রিয়ভাবে হবে। ট্রেনের চালক শুধু দরজা খোলা-বন্ধ করা নিয়ন্ত্রণ করবেন।

কুমার জানান, নতুন রেইকগুলো চীন থেকে আমদানি করা হবে এবং বর্তমান মেট্রো পথগুলোও থাকবে।

ইতোমধ্যে চেন্নাই, ব্যাঙ্গালুরু এবং লাখনাউ-এ জিওএ থ্রি রেইক আছে, খবর আইএএনএস-এর।