টুইটারে ফের ট্রাম্প ঝড়

চীনের উপর তার রোষ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনালড ট্রাম্প।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2016, 11:49 AM
Updated : 18 Dec 2016, 11:49 AM

শনিবার সকালে এক টুইটে ট্রাম্প বলেন,"চীন আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি গবেষণা ড্রোন চুরি করছে - তারা এগুলো জলপথে চুরি করছে এবং অবৈধভাবে চীনে নিয়ে যাচ্ছে।" তবে টুইট করার কিছু সময় পরেই তা মুছে ফেলা হয়।

আন্তর্জাতিক সীমানায় দক্ষিণ চীনের সমুদ্র থেকে একটি মার্কিন নেভির ডুবো-ড্রোন চীন দখল করেছিল এমনটাও উল্লেখ করা হয়েছিল ওই টুইটে। তবে এর আগেই চীন দখলকৃত ওই ড্রোন ফিরিয়ে দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সাইট সিনেট।

টুইটারে করা টুইট নিয়ে এর আগেও ডোনাল্ড ট্রাম্প বহুবার আলোচনায় এসেছেন। এমন মন্তব্য তাকে এর আগেও প্রশ্নবিদ্ধ করছে একাধিক বার।