এয়ারপড ব্যাটারির দাম ৪৫ পাউন্ড!

অ্যাপলের নতুন ওয়্যারলেস হেডফোন ‘এয়ারপডস’-এর একটি হারালে তা প্রতিস্থাপনে ৬৫ পাউন্ড খরচ হবে বলে জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠাটি।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2016, 09:29 AM
Updated : 17 Dec 2016, 09:29 AM

চলতি সপ্তাহ থেকে অ্যাপলের ওয়েবসাইটে পাওয়া যাবে এয়ারপডস। যুক্তরাজ্যে ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ১৫৯ ব্রিটিশ পাউন্ড।

চার্জিং বাক্সের সঙ্গেই বিক্রি করা হচ্ছে এয়ারপড বলে, জানিয়েছে বিবিসি। আইফোন আর ম্যাক সহ অ্যাপল ডিভাইসগুলোতে ব্লুটুথের মাধ্যমে সংযোগ করে চালানো হয় এই হেডফোনটি। 

ডিভাইসটি নিয়ে এক প্রযুক্তি বিশ্লেষক বলেন, প্রচলিত তারযুক্ত হেডফোনের চেয়ে এই এয়ারপডগুলো ‘সহজে হারিয়ে যায়’। তবে ওয়্যারলেস এয়ারপড-এর অনেক সুবিধা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন । 

গ্রাহকরা হারানো চার্জিং বক্সও প্রতিস্থাপন করতে পারবেন। এজন্য তাদের গুনতে হবে ৬৫ পাউন্ড। আর একটি এয়ারপড বা চার্জিং বক্সে’র ব্যাটারি প্রতিস্থাপনে প্রায় ৪৫ পাউন্ড মূল্য রাখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

“হারানো পণ্যের জন্য প্রতিস্থাপন মূল্য বহন করতে হবে, এতে অবাক হওয়ার কিছু নেই,” বলেন আইএইচএস টেকনোলজিস এর বিশ্লেষক ল্যান ফগ।