যুক্তরাজ্যে অ্যামাজনের প্রথম ড্রোন ডেলিভারি

যুক্তরাজ্যে ড্রোনের মাধ্যমে প্রথম অর্ডার সরবরাহ করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, জানিয়েছে বিবিসি।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2016, 02:33 PM
Updated : 15 Dec 2016, 02:33 PM

ইংল্যান্ড-এর ক্যামব্রিজ শহরে অর্ডার করার ১৩ মিনিট পরই গন্তব্য স্থলে নিরাপদভাবে পৌঁছে যায় ড্রোনটি, জানিয়েছে বিবিসি।

বৈদ্যুতিক এই ড্রোনটি চারশ’ ফুট উপরে উড়তে পারে।

কেমব্রিজে অ্যামাজনের পণ্য মজুদ ঘরেই রাখা হয়েছে এই ড্রোনটি আর পণ্য পৌছানোর পর এটি সয়ংক্রিয়ভাবে তার স্থানে চলে আসে।

ড্রোনটির উড্ডয়ন এবং ভূপৃষ্ঠ ত্যাগ সম্পূর্ণভাবে স্বচলিত এবং জিপিএস ফিচারের মাধ্যমে একে গন্তব্যস্থানের নির্দেশনা দেওয়া হয়।

এই ড্রোনটি ২.৭ কেজি পর্যন্ত ভর বহন করতে পারে।

অ্যামাজনের লক্ষ্য হচ্ছে অ্যামাজন এয়ার (অ্যামাজনের নতুন অঙ্গ প্রতিষ্ঠান, যা ড্রোন এবং কার্গো প্লেনের মাধ্যমে পণ্য সরবরাহ করে) -এর মাধ্যমে ৩০ মিনিট এর মধ্যে পণ্য সরবরাহ করা ।

সামনের মাসগুলোতে মজুদ ঘরের কাছাকাছি গ্রাহকদের কাছে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ বৃদ্ধি করা হবে বলেও জানা গেছে।

আম্যাজন তাদের ওয়েবসাইটে জানায়, “নিরাপত্তা আমাদের প্রথম প্রাধান্য। আমারা সম্প্রতি দিনের বেলা ড্রোন পরিচালনার অনুমতি পেয়েছি যখন বাতাস কম থাকে এবং দূরের অবস্থা দেখার জন্য আবহাওয়া ভালো থাকে কিন্তু বরফ ও বৃষ্টির সময় নয়।“