ট্রাম্প-প্রযুক্তি খাত বৈঠক সম্পন্ন
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2016 05:20 PM BdST Updated: 15 Dec 2016 05:20 PM BdST
-
ছবি- রয়টার্স
-
ছবি- রয়টার্স
অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠক করেছেন অ্যামাজন, টেসলা, অ্যাপল, ফেইসবুক, অ্যালফাবেটসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।
বৈঠকে ট্রাম্প উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, “এই ঘরে এখন যারা আছেন তাদের মতো কেউ সারা বিশ্বে নেই। আমরা যা করতে পারি তা হচ্ছে এই যাত্রায় সহায়তা করা, আমরা আপনাদের সঙ্গে থাকব।”
“আপনারা আমার লোকদের ডাকবেন, আমাকে ডাকবেন। এখানে কোনো পার্থক্য নেই। আমাদের এখানে আনুষ্ঠানিক কোনো চেইন অফ কমান্ড নেই।”
ট্রাম্পের টেবিলের একপাশে বসেছিলেন ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্স, আরেক পাশে ছিলেন বিনিয়োগকারী পিটার থিল আর অ্যাপল প্রধান টিম কুক। ট্রাম্পের তিন সন্তানও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এই বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা করা হয় কর্মসংস্থান, অভিবাসী আর চীন বিষয়ে, সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সিএনএন। সেই সঙ্গে কারিগরী শিক্ষা, অবকাঠামোগত প্রকল্প, বৈদিশিক সম্পদ ফেরত নিয়েও আলোচনা করা হয়।
প্রতি প্রান্তিকেই এমন একটি বৈঠক করতেও সম্মত হয়েছেন অংশগ্রহণকারীরা।

ছবি- রয়টার্স
বৈঠকের দৃষ্টিগোচর করার মতো একটি বিষয় ছিল টুইটারের অনুপস্থিতি। কেন টুইটার আসেনি তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা শোনা গেলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, টেসলা প্রধান ইলন মাস্ক আর উবার প্রধান ট্রাভিস কালানিক-কে ব্যবসায়িক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।
-
স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নিতে পারে এলজি
-
বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউএ’ উন্মোচন করলো মার্সেইডিজ-বেঞ্জ
-
নিবন্ধিত গ্রাহক ২০ কোটি ছাড়ালো নেটফ্লিক্সের
-
গুগলের নথি চোর লেভানডস্কি পেলেন ট্রাম্পের ক্ষমা
-
‘গায়েব’ হয়ে গিয়েছিলেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা
-
করোনাভাইরাস: টিকায় নজর রাখতে যুক্তরাজ্যে ব্লকচেইন
-
নতুন ম্যাকবুক প্রো-তে যোগ হচ্ছে বাড়তি পোর্ট: কুয়ো
-
স্মার্ট ট্র্যাকিং ট্যাগ নিয়ে এলো স্যামসাং
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫