এইচএমডি’র প্রথম নোকিয়া ফোনের ঘোষণা 

মঙ্গলবার নোকিয়া ব্র্যান্ডে প্রথমবারের মতো নতুন মোবাইল ফোনের ঘোষণা দিয়েছে ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2016, 11:23 AM
Updated : 13 Dec 2016, 11:24 AM

মোবাইল ফোনের জন্য নোকিয়া ব্র্যান্ড নাম ব্যবহারের সত্ত্বাধিকার পাওয়া প্রতিষ্ঠানটি দুটি মোবাইল ফোনের ঘোষণা দিয়েছে। এই ফোনগুলোতে ইন্টারনেট অ্যাকসেসের সুবিধা রাখা হয়নি। প্রতিটি ফোনের দাম রাখা হয়েছে ২৬ ডলার।

২০১৭ সালের শুরুতে বাছাইকৃত কিছু বাজারে নোকিয়া ১৫০ আর নোকিয়া ১৫০ ডুয়াল সিম নামের এই মডেলদুটি ছাড়া হবে বলে জানিয়েছে এইচএমডি।

নোকিয়ার সাবেক কর্মকর্তাদের নেতৃত্বে থাকা এই প্রতিষ্ঠানটি চলতি মাসের শুরুতে মাইক্রোসফটের কাছ থেকে নোকিয়ার বেসিক মোবাইল ফোন ব্যবসায় অর্জন করে নেয়।

বর্তমানে বেসিক ফোনের ব্যবসায়ের অধিকাংশটাই হয় ভারত, এশিয়া আর পশ্চিম ইউরোপে, জানিয়েছে রয়টার্স।

এক সময় বিশ্বব্যাপী সেলফোন বাজারে আধিপত্য বজায় রেখেছিল নোকিয়া।  স্মার্টফোনের যুগে প্রতিষ্ঠানটির তাদের ‘লুমিয়া’ সিরিজের জন্য মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেছে নেয়।

২০১৪ সালে নিজেদের হ্যান্ডসেট ব্যবসায় মাইক্রোসফটের হাতে দেওয়ার মাধ্যমে স্মার্টফোন ব্যবসায় ইতি টানে নোকিয়া। এরপর থেকেই শুধুই মোবাইল নেটওয়ার্ক সামগ্রীতে নজর ছিল ফিনিশ প্রতিষ্ঠানটির। মাইক্রোসফট নিজেদের নামে লুমিয়া স্মার্টফোন বিক্রি অব্যাহত রাখলেও চলতি বছর তাও বন্ধ করে দেওয়া হয়।

২০১৭ সালের শুরুতে বাজারে আসতে পারে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত নোকিয়া স্মার্টফোন।