নতুন আপডেটে বন্ধ হয়ে যাবে নোট ৭

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্যালাক্সি নোট ৭’ গ্রাহকদের জন্য নতুন সফটওয়্যার আপডেট আনার কথা জানিয়েছে স্যামসাং। তবে, আপডেটটি আনা হবে ডিভাইসটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 11:05 AM
Updated : 10 Dec 2016, 11:05 AM

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি এই আপডেট আনা হবে বলে জানিয়েছে রয়টার্স। নতুন আপেডেটের ফলে ডিভাইসগুলো চার্জ নেবে না এবং মোবাইল ফোন হিসেবে অকেজো হয়ে যাবে।

ব্যাটারিতে আগুন এবং বিস্ফোরণের কারণে বাজার থেকে নোট ৭ উঠিয়ে নেওয়ার ঘোষণা দেয় স্যামসাং। ফোন পরিবর্তন করে নেওয়ার অফার দেওয়ায় যুক্তরাষ্ট্রের ৯৩ শতাংশ গ্রাহক ডিভাইসটি ফেরত দিয়েছেন। কিন্তু বেশ কিছু ঝুঁকিপূর্ণ ডিভাইস এখনও গ্রাহকের কাছে রয়েছে।

কিছু গ্রাহক এখনো ডিভাইসটি ব্যবহার করছেন। এসব ঝুঁকিপূর্ণ নোট ৭ থেকে কোনো রকম দুর্ঘটনা এড়াতে ডিভাইসটিতে আপডেট আনার কথা জানিয়েছে স্যামসাং। অর্থাৎ আপডেটের মাধ্যমে ডিভাইসটি ব্যবহারের অযোগ্য করতেই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন জানিয়েছে, বাড়তি ঝুঁকির কারণে গ্যালাক্সি নোট ৭-এর আপডেট প্রোগ্রামে তারা অংশ নেবে না।