লিংকডইন- রাশিয়া আলোচনা  

ব্যবসায়-বান্ধব সামাজিক মাধ্যম লিংকডইন কর্পোরেশনের প্রতিনিধিদের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

রিফাত আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 02:36 PM
Updated : 9 Dec 2016, 02:36 PM

এর আগে নভেম্বরে ডেটা স্টোরেজ আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় দেশটিতে এর সেবা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পর্যবেক্ষক প্রতিষ্ঠান রসকোমনাদজর-এর মুখপাত্র ভাডিম এম্পেলনস্কি রয়টার্সকে বলেন, “লিংকডইনের সঙ্গে  গঠনমূলক আলোচনা হয়েছে। উভয়পক্ষই সংলাপ চালিয়ে যেতে একমত হয়েছে।”

ক্যালিফোর্নিয়াভিত্তিক লিংকডইন রাশিয়ায় অবরুদ্ধের মুখোমুখি হওয়া প্রথম কোনো প্রধান সামাজিক নেটওয়ার্ক বলে জানিয়েছে রয়টার্স। সম্প্রতি দেশটি নতুন আইন প্রণয়ন করে যেখানে বলা হয়েছে যে কোন প্রতিষ্ঠানকে রুশ নাগরিক সংশ্লিষ্ট সব তথ্য রাশিয়ায় স্থাপিত সার্ভারে সংরক্ষণ করতে হবে।

লিংকডইন এই আলোচনার বিষয়ে বৃহস্পতিবারই নিশ্চিত করেছে কিন্তু ঠিক কী আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি।

“আমরা বৈঠকের প্রশংসা করছি এবং বিষয়টি সমাধানে আলোচনা চলতেই থাকবে। আমরা সামনেও রসকোমনাদজর-এর সঙ্গে সানন্দে আরও কাজ করতে আগ্রহী”- বলেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।

রাশিয়াতে লিংকডইন-এর গ্রাহক সংখ্যা ৬০ লাখেরও বেশি।