চীনা সাইবার আইনে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

চীনের নতুন সাইবার নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 08:07 AM
Updated : 9 Dec 2016, 08:52 AM

সাইবার অপরাধ নিয়ে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যকার সর্বশেষ আলোচনা শেষে চীনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুসান রাইস চীনা স্টেট কাউন্সিলর গুয়ো শেংকুন-এর সঙ্গে ২০১৫ সালে করা চীন-যুক্তরাষ্ট্র হ্যাকিং-বিরোধী চুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করতে বৈঠক করেন, জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর মুখপাত্র নেড প্রাইস। 

২০১৫ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের সময় করা ওই চুক্তিতে বলা হয়, দুই দেশের কোনোটিই বাণিজ্যিক সুবিধা নিতে কোনো হ্যাকিং কার্যক্রম চালাবে না।

চলতি বছর নভেম্বরে চীন হ্যাকিং আর সন্ত্রাস ঠেকাতে নতুন এক আইন চালু করে। এই আইনের “সম্ভাব্য প্রভাবগুলো”  নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে গুয়ো-কে জানান রাইস।

এই আইনের সমালোচকদের দাবি, আইনটি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন খাত বন্ধ করে দেওয়ার হুমকি সৃষ্টি করে। সেইসঙ্গে এর ফলে চীনের সার্ভারগুলোতে ডেটা সংরক্ষণ ও অব্যাহত নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন তৈরি করে।  

এই আইন চীনের ইন্টারনেটে বিধিনিষেদ আরও বাড়াবে বলে দাবি করেছে ডানপন্থীরা।