ট্রাম্পের টুইটার ব্যবহার নিয়ে বললেন ডরসি

নিজের টুইটার অ্যাকাউন্টকে অনেকটা বিশ্বের সবার সঙ্গে যোগাযোগের একটি সরাসরি মাধ্যম হিসেবেই ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে কীভাবে দেখছেন মাইক্রোব্লগিং সাইটটির প্রধান জ্যাক ডরসি?

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 01:56 PM
Updated : 7 Dec 2016, 01:56 PM

মঙ্গলবার এক সম্মেলনে ডরসি বলেন, “নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট আমাদের সেবাকে যোগাযোগের একটি সরাসরি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, এর মাধ্যমে প্রত্যেকে প্রতি মূহুর্তে তার মাথায় কী চলছে তা দেখতে পাচ্ছেন, তাকে আমাদের সেবায় পাওয়াটাকে আমি আকর্ষণীয় বলে মনে করি। আগে কখনও আমি এমনটা দেখিনি।  

ট্রাম্প অনেক বেশি টুইটার ব্যবহার করেন বলে জানিয়েছেন ডরসি। তিনি জানান, এটি প্রতিষ্ঠানের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ সময়’। 

ট্রাম্পের এই টুইটার ব্যবহারের বিষয়টি ডরসিকে ‘জটিল’ অনুভূতি দেয় বলেও জানান তিনি। এর ফলে প্রতিষ্ঠানটির উপর আরও বেশি দায়িত্ব বর্তায় আর অবস্থা এখান থেকে কোনদিকে যাবে তাও স্পষ্ট নয়্‌, বলেছে মার্কিন সংবাদ সাইট বিজনেস ইনসাইডার।

ডরসি বলেন, “মানুষের যা দেখা প্রয়োজন তা তারা দেখতে পায় আর তারা সহজেই আলাপ করতে পারে ও সত্য খবর পাচ্ছে তা নিশ্চিত করতে আমাদের একটি দায়িত্ব আছে। আর এটি জটিল। আমাদের এখন আরও দ্রুত শিখতে হবে।”