পণ্য প্রধান বদল, ইয়েস-কে কিনল টুইটার

সম্প্রতি ইয়েস ইনকর্পোরেটেড-এর প্রতিষ্ঠাতা কিথ কোলম্যানকে পণ্য দলের প্রধান হিসেবে নিযুক্ত করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এক বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো এই বিভাগের নতুন প্রধান আনল প্রতিষ্ঠানটি। 

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2016, 10:16 AM
Updated : 2 Dec 2016, 10:16 AM

টুইটার জানিয়েছে, তারা বন্ধুদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করার জন্য ফ্রেনজি আর ডাব্লিউওয়াইডি অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ইয়েস ইনকর্পোরেটেড-কে কিনে নিয়েছে। তবে চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

"হ্যাঁ! আমাদের সেবা এবং নেতৃত্ব আরও জোরদার করতে সহায়তার জন্য কিথ এবং তার দল টুইটারে যোগদান করছেন!"- বৃহস্পতিবার টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসি এই টুইট করেন।

আগের পণ্য প্রধান জেফ সেইবার্ট জুন মাসে নিয়োগ পাওয়ার পর প্রায় পাঁচ মাসের মাথায় দায়িত্ব থেকে সরে যান।

কেভিন ভেইল, যিনি এখন ফেইসবুক-এর  ইনস্টাগ্রামের পণ্য বিভাগের প্রধান, পাঁচ বছরেরও বেশি টুইটার সঙ্গে ছিলেন। তিনি সেইবার্ট-এর আগে পণ্য উন্নয়নের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

আগের মাসগুলোতে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে না পারায় টুইটার বিক্রি করে দেওয়া হবে বলে গুজব ছড়িয়েছিল। ওয়াল্ট ডিজনি কর্পোরেশন এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেড, মাইক্রোসফট ও সেলসফোর্স টুইটার-কে কিনতে আগ্রহ প্রকাশ করে বলেও জানা যায়।