ওয়ার্ডপ্রেস-এ গুগল ট্রান্সলেট

গুগল ট্রান্সলেট-এর পৃষ্ঠপোষকতায় নতুন এক উইজেট চালু করেছে বিনামূল্যে ব্যবহার যোগ্য ওপেন-সোর্স কনটেন্ট ব্যবস্থাপনা প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস। এর ফলে ব্লগার আর ভিজিটররা কোনো ওয়েবসাইটের কনটেন্ট শতাধিক ভাষায় অনুবাদ করে নিতে পারবেন। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 03:52 PM
Updated : 26 Nov 2016, 03:52 PM

এ জন্য ব্লগারদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ‘মাই সাইট’ অপশনে গিয়ে ‘উইজেটস’ অপশনে যেতে হবে। তারপর সেখানে ‘সিলেক্ট ল্যাঙ্গুয়েজ’ অপশনে ক্লিক করলেই তারা এই নতুন উইজেট ব্যবহার করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস ডটকম প্লাটফর্ম ব্যবহার করেন এমন যে কেউই গুগল ট্রান্সলেট উইজেট ইনস্টল করতে পারবেন। বর্তমানে ওয়েবে থাকা মোট ওয়েবসাইটের মধ্যে চার ভাগের এক ভাগই ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে চালানো বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।

২০১৫ সালে নিজেদের ১০ বছরপূর্তির সময় ওয়ার্ডপ্রেস জানায়, বিশ্বব্যাপী ১৩৭টি ভাষায় আড়াইশ’ কোটিরও বেশি ব্লগপোস্ট প্রকাশিত হয়েছে। এখন গুগল ট্রান্সলেট উইজেট-এর মাধ্যমে আরও বেশি ওয়ার্ডপ্রেস কনটেন্ট প্রকাশিত হবে আর আরও বেশি মানুষের কাছে কনটেন্ট পৌছাবে বলে আশা করা হচ্ছে।