প্রযুক্তি খাতে তাকিয়ে টনি ব্লেয়ার

রাজনীতির সর্বোত্তম আইডিয়াগুলো আসে প্রযুক্তি খাত থেকেই, এমনটাই বিশ্বাস করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে নতুন এক প্লাটফর্ম তৈরির ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2016, 12:47 PM
Updated : 25 Nov 2016, 12:49 PM

ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটসম্যান-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কয়েকবার প্রযুক্তি খাতের কথা উল্লেখ করেছেন ব্লেয়ার। তিনি বলেন, “বর্তমানে রাজনীতিতে একটি দুঃখজনক বিষয় হচ্ছে রাজনীতির সর্বোত্তম আইডিয়াগুলো রাজনীতিতে নেই। আমি প্রযুক্তি খাতে আরও বেশি আকর্ষণীয় আইডিয়া পাই, কীভাবে বিশ্বকে পরিবর্তন করা যায় তা নিয়ে আকর্ষণীয় আইডিয়া।”

আইডিয়া নিয়ে আলোচনা আর ‘নেটওয়ার্ক তৈরির’ জন্য নতুন একটি ‘প্লাটফর্ম’ বানানোর কথা বলেছেন ব্লেয়ার, জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। এই প্লাটফর্মও প্রযুক্তি খাতের মাধ্যমে চলবে বলে জানান তিনি। “একটি সুবিধা হচ্ছে আজকের সামাজিক মাধ্যমেই আপনি নেটওয়ার্ক বানাতে পারেন।” 

ইইউ ছাড়তে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ের যুক্তরাজ্যের জনগণ দেরি করে ফেলেছে বলেও জানান তিনি। তবে, জনগণ চাইলে এখনও ব্রেক্সিট থামানো যেতে পারে বলে মত দিয়েছেন তিনি।