সউক ডটকম- কে কিনবে অ্যামাজন?

দুবাইভিত্তিক অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান সউক ডটকম এফজেড-কে প্রায় শতকোটি মার্কিন ডলারে কিনতে আলোচনায় যাচ্ছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকম।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2016, 12:02 PM
Updated : 25 Nov 2016, 12:03 PM

ব্লুমবার্গের তথ্যানুসারে, উচ্চ প্রবৃদ্ধির মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশের পদক্ষেপ হিসেবেই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সিয়াটল-ভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজন সউক-কে কিনতে নিলামে অংশ নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বাসভাজন এক সূত্র থেকে জানা যায় , প্রাথমিকভাবে অন্তত ৩০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিল দুইবাইয়ের প্রতিষ্ঠানটি। এখনও অ্যামাজনের সঙ্গে  এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ওই সূত্র। 

সউক ডটকম-এর মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অ্যামাজনের এক প্রতিনিধি ফোন বা ই-মেইলেরও জবাব দেননি।

সউক ডটকম-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলতি বছরের সেপ্টেম্বরে জানায়, তারা তাদের শেয়ারের ক্রেতা খুঁজতে গোল্ডম্যান স্যাকস-কে নিয়োগ দিয়েছে। তারা আরও জানিয়েছে, প্রতিষ্ঠানটির বর্তমান অন্যান্য বিনিয়োগকারী টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট আর সাউথ আফ্রিকাস ন্যাস্পারসও তাদের হাতে থাকা শেয়ার বিক্রির অপেক্ষায় রয়েছে।