চীনে আসামি শনাক্তকরণে অ্যালগরিদম

আসামির চেহারা শনাক্ত করে তাকে দোষী সাব্যস্ত করতে নতুন অ্যালগরিদম পরীক্ষা করেছে চীন। অর্থাৎ কোনো ব্যক্তির ছবি দেখেই অ্যালগরিদম বলে দেবে সে দোষী কিনা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2016, 08:34 AM
Updated : 25 Nov 2016, 09:12 AM

বিবিসি জানিয়েছে, ১৫০০ এর বেশি চীনা নাগরিকের ছবি দেখিয়ে অ্যালগরিদমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে শত শত আসামীও ছিল। পরবর্তীতে জানানো হয় এই প্রোগ্রামটি ৮৯ শতাংশ সময় সঠিকভাবে সন্ত্রাসীদের শনাক্ত করতে পেরেছে।

অ্যালগরিদমকে প্রশিক্ষণ দিতে সর্বমোট ১৮৫৬ চীনা নাগরিকের পরিচয়পত্রের ছবি দেখানো হয়েছে। ১৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষ এবং মহিলা রয়েছেন এই তালিকায়। এর মধ্যে ৭৩০ জন এমন রয়েছেন যারা পুলিশের অপরাধীর তালিকায় নেই।

৯০ শতাংশ ছবি দেখানোর পর বাকি ছবিগুলো তারা অ্যালগরিদমকে শনাক্ত করতে দেয় তারা অপরাধী কিনা। এক্ষেত্রে ১০ জনের মধ্যে নয় জনকে সঠিকভাবে শনাক্ত করেছে প্রোগ্রামটি।

অধিকাংশ ক্ষেত্রে সঠিক ফলাফল দিলেও সমালোচনায় পড়েছে এই প্রোগ্রাম। ইউনিভার্সিটি অফ এডিনবার্গ-এর অধ্যাপক সুসান ম্যাকভি বলেন, “এই প্রবন্ধটি মানুষের আচরণের দিকে খেয়াল করছে না, এটি অপরাধীকে দোষী সাব্যস্ত করছে।”

“অপরাধীর বিচার প্রক্রিয়া অনেকগুলো সিদ্ধান্তমূলক ধাপের উপর নির্ভর করে, পুলিশ এবং আদালতের উপর।”

এই অ্যালগরিদম সিদ্ধান্তের এই ধাপগুলো বিবেচনা না করেই কাউকে দোষী সাব্যস্ত করছে এমনটাই ধারণা করছেন তিনি।