মার্কিন নৌ বাহিনীর তথ্য চুরি

মার্কিন নৌ বাহিনীতে হ্যাক করে লাখো নাবিকের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার দল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2016, 09:36 AM
Updated : 24 Nov 2016, 10:16 AM

বুধবার মার্কিন নৌ বাহিনীর পক্ষ থেকে বলা হয় বর্তমান ও সাবেক ১৩৪৩৮৬ জন বর্তমানে কর্মরত এবং সাবেক নাবিকের সোশাল সিকিউরিটি নাম্বারসহ অন্যান্য তথ্য চুরি করেছে হ্যাকাররা, জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয় এইচপি এন্টারপ্রাইজ-এর এক কর্মী মার্কিন নৌবাহিনীর সঙ্গে চুক্তিতে কাজ করছিলেন। তার ল্যাপটপই হ্যাক করে তথ্য চুরি করেছে হ্যাকাররা। চলতি বছরের ২৭ অক্টোবর হ্যাকের বিষয়টি মার্কিন নৌ বাহিনীকে জানায় এইচপি। নৌ বাহিনীর পক্ষ থেকে বলা হয় সামনের সপ্তাহগুলোতে আক্রান্ত নাবিকদেরকে বিষয়টি জানানো হবে।

“নৌ বাহিনী বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে, এটি আমাদের নাবিকদের বিশ্বাসের ব্যাপার,” বলেন মার্কিন নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল রবার্ট ব্রুক।

হ্যাকের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ব্রুক জানান হ্যাকের বিষয়টি তদন্তের শুরু পর্যায়ে রয়েছে।

মার্কিন নৌ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, “তদন্তের এই পর্যায়ে কোথাও এই তথ্যগুলোর অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।”