চাঁদে আবারও মানুষ পাঠাবেন ট্রাম্প!
তাহমিন আয়শা মুর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2016 07:46 PM BdST Updated: 23 Nov 2016 07:46 PM BdST
-
ছবি- রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প-এর নেতৃত্বে চাঁদে নতুন করে মানুষ পাঠানো হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চাঁদে পদচারণা করেছেন এমন মানুষের সংখ্যা ১২ জন। তাদের মধ্যে একজন (ক্যাপ্টেন জিন ক্যারনান) মারা গেছেন ১৯৭২ সালে। তার পর থেকে মানুষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন এবং মঙ্গলে প্রথম মানুষ বহনকারী মিশনের জন্য পরিকল্পনা করে চলেছেন।
“সকলে প্রত্যাশা করছেন যে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আন্তর্জাতিকভাবে মঙ্গলের পথে যাত্রার সূচনা হিসেবে চন্দ্রপৃষ্ঠে মিশন পাঠাবে,” বলেন মহাকাশ নীতি বিশেষজ্ঞ জন লগসডন।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, মার্কিনীদের আবারও চাঁদে পাঠানো অনেকটাই নির্ভর করছে নাসা-র উপরের দিকের পদে উচ্চপদস্থ রিপাবলিকান নিউট গিনরিচের নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের উপর। চাঁদে ফিরে যাওয়া এবং সেখানে একটি স্থায়ী ভিত্তি তৈরির বিষয়ে এর আগে ব্যপক সমর্থন পেয়েছেন গিনরিচ।
তিনি বলেন, এ ধরনের একটি উপনিবেশ তৈরি করা সম্ভব হলে প্রায় ১৩ হাজার মানুষ টিকে থাকতে পারবে। এমনকি নতুন একটি যুক্তরাষ্ট্রও হয়ে যেতে পারে সেখানে।
আর চাঁদে মিশন পরিচালনার অর্থ নাসার আর্থ সায়েন্সেস বিভাগের তহবিল থেকে ব্যয় করা হবে এমন সম্ভাবনাও রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করে থাকে নাসা-র এই বিভাগটি
এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের পর এই বিভাগের অর্থায়ন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। চলতি বছর প্রায় ১৯২ কোটি মার্কিন ডলার এসেছে এই বিভাগে।
জলবায়ু পরিবর্তনের উপর ট্রাম্পের মতামত এখন আর গোপন নয়। পুরো ব্যাপারটিকে তিনি চীনের ‘ধাপ্পাবাজি’ উল্লেখ করে এটি যুক্তরাষ্ট্রের ‘উৎপাদন আর বৃদ্ধি সীমিত’ করার উপায় বলে চিহ্নিত করেন।
বব ওয়াকার নামের এক সাবেক কংগ্রেস সদস্য বলেন, “নতুন প্রশাসন এই শতাব্দীর শেষ দিকে সম্পূর্ণ সৌর সিস্টেম উন্মোচন করতে আরও বিস্তৃত লক্ষ্যে এগোতে পারে।”
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ