ইনস্টাগ্রামে লাইভ ভিডিও

গ্রাহকদের জন্য লাইভ ভিডিও ফিচার চালু করতে শুরু করেছে ফেইসবুকের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এর পাশাপাশি ‘অদৃশ্য ভিডিও’ ফিচারও চালু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 09:38 AM
Updated : 22 Nov 2016, 10:03 AM

নতুন ফিচারগুলোর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগের অ্যাপ স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতায় পোক্ত অবস্থানে রইলো প্রতিষ্ঠানটি। একই ধরনের ফিচার স্ন্যাপচ্যাটেরও রয়েছে, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

চলতি বছরের অগাস্টে ‘ইনস্টাগ্রাম স্টোরিস’ ফিচারের ইতোমধ্যেই শেয়ার বাজারে স্ন্যাপচ্যাটকে কোনঠাসা করে রেখেছে প্রতিষ্ঠান। এবার নতুন ফিচার দিয়ে প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতার বাইরে নিয়ে যাওয়ার প্রয়াশ করছে ইনস্টাগ্রাম। ‘ইনস্টাগ্রাম স্টোরিস’ ফিচারের মাধ্যমে গ্রাহকরা প্রতিদিনের ছবি এবং ভিডিও সংগ্রহশালা বানাতে পারবেন।

আর নতুন ‘অদৃশ্য ভিডিও’ ফিচারের মাধ্যমে ভিডিও দেখা হলে তা গায়েব হয়ে যাবে বলে জানানো হয়।

মার্ক জাকারবার্গ জানান ফেইসবুকে লাইভ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন সেটি ইনস্টাগ্রামেও আসছে।

এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়, “ইনস্টাগ্রাম স্টোরিস-এর লাইভ ভিডিওর মাধ্যমে আপনি আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। আপনার কাজ শেষ হলে লাইভ স্টোরি অদৃশ্য হয়ে যাবে।”