বিশ্বকে যুক্ত করার আহ্বানে জাকারবার্গ
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2016 01:47 PM BdST Updated: 20 Nov 2016 01:48 PM BdST
শনিবার পেরুর রাজধানী লিমায় এপিইসি সিইও সামিট ২০১৬-তে বক্তব্যে সারা বিশ্বের সব মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে আর এটি করতে গিয়ে আর্থিক লাভের বিষয়টি দূরে রাখতে আহ্বান জানিয়েছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
‘দ্য কানেকটিভিটি রেভুলিউশন’ বা ‘সংযোগের বিপ্লব’- এমনটাই ছিল জাকারবার্গের বক্তব্যের মূল প্রতিপাদ্য। জাকারবার্গ জানান, একজন প্রকৌশলী হিসেবে তার বিশ্বের যে কোনো ব্যবস্থা দেখার মানসিকতা আছে, তা হার্ডওয়্যার আর সফটওয়্যার হোক, স্বাস্থ্যসেবা আর শিক্ষা ব্যবস্থা হোক বা সরকারী ব্যবস্থাই হোক না কেন, জানিয়েছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া।
জাকারবার্গ বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির ত্বরান্বিত উন্নতিতে, যে কোনো সময়ের চেয়ে আমাদের প্রজন্ম আরও ভালো কিছু করার সম্ভাবনা রাখে।” উদাহরণ হিসেবে শিক্ষাখাতের কথা তুলে আনেন জাকারবার্গ। তিনি বলেন, “শেষ শতাব্দীতে, শিক্ষা কম-বেশি একই উপায়ে কাজ করেছে। শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে থাকে, একজন শিক্ষক থাকেন, একই বিষয়, একই উপায়ে, কম বা দ্রুত গতিতে শেখানো হয়।”
“আজ, আমরা জানি ব্যক্তিগত শিক্ষার উপায়টা অনেক ভাল। যদি আপনি শিক্ষকদের যন্ত্রপাতি আর সফটওয়্যার দিতে পারেন, যাতে তারা শিক্ষার্থীদের সবচেয়ে উপযোগী পন্থায় শিখতে সহায়তা করতে পারে… ফলাফলে দেখা যায় শিক্ষার্থীরা প্রতি বছর ৫০ শতাংশ পর্যন্ত বেশি শিখতে পারে আর এটি সব মিলিয়েও হতে পারে।”
আইএনএস জানিয়েছে, ইতোমধ্যে ফেইসবুক ব্যক্তিগত উপায়ে শেখানোর উপায় বের করতে একটি প্রকৌশলী দল গঠন করেছে, যা শিক্ষকরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। ফেইসবুকের এই কার্যক্রমের প্রথম বছরই ২০টি স্কুল নিবন্ধন করে। পরের বছর একশ’ স্কুল নিবন্ধিত হয় আর তৃতীয় বছর আরও কয়েকশ’ হবে বলে আশা করা হচ্ছে বলে জানান জাকারবার্গ।
বিশ্বব্যাপী এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আশাও প্রকাশ করেন ফেইসবুক প্রধান।
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’