বৈষম্য প্রচার করে ক্ষমা চাইলেন টুইটার প্রধান

মাইক্রোব্লগিং সাইট টুইটারে শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের একটি বিজ্ঞাপন প্রচারণার পর ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2016, 02:01 PM
Updated : 19 Nov 2016, 02:01 PM

এক টুইট বার্তায় ডরসি বলেন, “আমরা এখানে একটি ভুল করেছি এবং আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের স্বয়ংক্রিয় সিস্টেম ঘৃণাত্মক একটি বিজ্ঞাপন প্রচারের অনুমতি দিয়েছে। এটি আমাদের নীতি বিরুদ্ধ। আমরা এটি দেখেছি এবং ঠিক করেছি।”

‘দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ফাউন্ডেড অ্যাজ এ হোয়াইট পিপল’স রিপাবলিকস’ অন নিউ ওর্ডার অয়েবসাইট’ নামে বিজ্ঞাপনটি প্রচারিত হয়। বিজ্ঞাপনে দেখা গেছে আটজন শ্বেতাঙ্গ শিশু মাঠে খেলছে। “@NEW_ORDER_1488” নামের অ্যাকাউন্ট থেকে এই বিজ্ঞাপনটি টুইট করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি।

সম্প্রতি বেশ কিছু অল্ট-রাইট অ্যাকাউন্ট বাতিল করেছে এই প্রতিষ্ঠান। এ ছাড়াও অনলাইন হয়রানি বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় সমালোচিত হওয়ায় সাইটটির পক্ষ থেকে জানানো হয়েছে তার হয়রানিমূলক ব্যবহার বন্ধে কিছু ফিচার আপগ্রেড করবে।

টুইটারের বিজ্ঞাপন নীতিমালা অনুযায়ী সাইটে কোনো জাতি, বর্ণ, ধর্ম এবং লিঙ্গের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য বা বৈষম্যতা প্রকাশ নিষিদ্ধ বলে জানানো হয়।