উবার নিয়ে অ্যাপল-গুগলের কাছে তাইওয়ান

অ্যাপভিত্তিক রাইড-হেইলিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার-এর সঙ্গে চলমান মামলার বিষয়ে পদক্ষেপ নিতে বুধবার অ্যাপল আর গুগলকে আহ্বান জানিয়েছে তাইওয়ান।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2016, 11:55 AM
Updated : 17 Nov 2016, 11:55 AM

দেশটির কর্মকর্তারা চান সিলিকন ভ্যালির এই দুই প্রতিষ্ঠান অ্যাপ স্টোর আর গুগল প্লে থেকে উবারের অ্যাপ সরিয়ে দেবে, রয়টার্স-এর বরাতে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। সেইসঙ্গে উবারের খাবার সরবরাহ সেবা উবারইটস-এর অ্যাপও সরিয়ে দিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবারই তাইওয়ানে উবারের এই অ্যাপ চালু হয়েছিল।

বিভিন্ন দেশের যোগাযোগ মডেল আর নীতিমালা না মানা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে উবার। প্রতিষ্ঠানটি রয়টার্স-কে জানিয়েছে, তারা এই পরিস্থিতি উন্নয়নে তাইওয়ানিজ কর্তৃপক্ষের সঙ্গে কাজ আলোচনা করছে আর তারা স্থানীয় সব নীতিমালা মেনে চলে। 

তাইওয়ানে উবার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও, দেশটির সরকারের মতে এক্ষেত্রে উবারের সেবাটি ভুলভাবে তুলে ধরা হয়। উবারকে একটি যোগাযোগ প্রতিষ্ঠান হিসেবে শ্রেণিভুক্ত হওয়া উচিৎ বলেও জানিয়েছে সরকার। এমনটা হলে উবারের উপর আরও বেশি কর আরোপিত হবে।

এ নিয়ে অনুরোধ করা হলেও উবার, অ্যাপল আর গুগল- কোনো পক্ষই কোনো সাড়া দেয়নি।