গুগল ক্লাউডে যুক্ত হচ্ছে এআই

গুগলের ক্লাউডে কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) যোগ করতে নতুন দল ঘোষণা করেছে এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2016, 12:52 PM
Updated : 16 Nov 2016, 12:52 PM

লাভজনক ক্লাউড ব্যবসায় এআই-এর ব্যবহার বাজারে শেয়ার মূল্য বাড়াতে একে গুগলের নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে, জানিয়েছে রয়টার্স।

ক্লাউডে এআই যুক্ত করার লক্ষ্যেই নতুন ডেভেলপমেন্ট দল ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। স্যান ফ্রান্সিসকোতে এক ইভেন্টে দলের ঘোষণা দেন ক্লাউড ব্যবসার প্রধান ডিয়েন গ্রিনি। নতুন দলটিকে নেতৃত্ব দেবেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি-এর অধ্যাপক ফেই-ফেই লি এবং গবেষক জিয়া লি।

"যন্ত্র শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে গণতান্ত্রিক করার সুযোগের কারণেই এই দুই ব্যক্তি গুগল ক্লাউডে আসতে আকর্ষিত হয়েছেন," বলেন গ্রিনি।